Ajker Patrika

বিনা মূল্যে দিনে দুটি এআই ছবি তৈরি করা যাবে চ্যাটজিপিটিতে 

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৬: ৫৯
বিনা মূল্যে দিনে দুটি এআই ছবি তৈরি করা যাবে চ্যাটজিপিটিতে 

কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের ডাল–ই ৩–এর ওপর ভিত্তি করে এআই ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। এত দিন পর্যন্ত ফিচারটি শুধু পেইড ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ফ্রি প্ল্যানের ব্যবহারকারীরাও চ্যাটজিপিটি দিয়ে প্রতিদিন দুটি করে এআই ছবি তৈরি করতে পারবে।

গত বছরের সেপ্টেম্বরে ডাল–ই ৩ মডেল উন্মোচন করে ওপেনএআই। সে সময় থেকে শুধু চ্যাটজিপিটি প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ফিচারটি ব্যবহার করতে পারত।

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) এক ঘোষণায় ওপেনএআই বলে, ডাল–ই ৩–এর ছবি তৈরির ফিচারটি ফ্রি প্ল্যানের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে এই প্ল্যানের জন্য প্রতিদিন দুটি করে ছবি তৈরির সীমা নির্ধারণ করা হয়েছে। আর তৈরি ছবির মানও পেইড প্ল্যানের মতোই হবে। চ্যাটজিপিটিকে বিভিন্ন নির্দেশনা দিয়ে ছবিগুলো তৈরি করা যাবে।

ফ্রি প্ল্যানের সব ব্যবহারকারীর কাছে ফিচারটি আসতে কিছুদিন সময় লাগতে পারে। ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড ও আইওএসের অ্যাপ ব্যবহার করে এআই ছবি তৈরি করতে পারবে। আর পেইড প্ল্যানে আগের মতো যত ইচ্ছা ততগুলো এআই ছবি তৈরি করা যাবে।

চ্যাটজিপিটি ওয়েবসাইট থেকে সাইড প্যানেল থেকে ডাল–ই ব্যবহার করা যাবে বা সাধারণভাবে নির্দেশনা দিলেও তা ব্যবহার করা যাবে। ডাল–ই ৩ মডেলে আলো, বিষয়বস্তু, ক্যামেরা অ্যাঙ্গেলের মতো বিভিন্ন নির্দেশনা দিয়ে এআই ছবি তৈরি করা যাবে।

আর যারা এই ধরনের নির্দেশনা দিতে পারবেন না, তারা চ্যাটজিপিটিকে বলেলেই প্রম্পট বা নির্দেশনা তৈরি করে দেবে। এরপর ডাল–ই ৩ মডেলে নির্দেশনাটি কপি করে পেস্ট করলেই, সেই অনুযায়ী ছবি তৈরি করে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ