নাদাল শুধু প্রতিপক্ষকে হারাননি, হারিয়েছেন চোটকেও
চোটের কারণে রাফায়েল নাদালের উইম্বলডন খেলা নিয়েই ছিল শঙ্কা। সেই তিনিই কাল কোয়ার্টার ফাইনালে ৪ ঘণ্টা ২০ মিনিটের রোমাঞ্চ উপহার দিয়ে উঠে গেলেন সেমিফাইনালে। ২৪ বছর বয়সী টেলর ফ্রিজের বিপক্ষে দাঁতে দাঁত চেপে শেষপর্যন্ত লড়ে নাদাল জিতেছেন ৩-৬, ৭-৫,৩-৬,৭-৫, ৭-৬(১০-৪) গেমে।