Ajker Patrika

উইম্বলডন খেলতে এসে বিয়ের কথা মনে পড়ছে আরবকন্যার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১১: ৩৭
উইম্বলডন খেলতে এসে বিয়ের কথা মনে পড়ছে আরবকন্যার

উইম্বলডনে দারুণ গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। পরশু রাতে ডাচ প্রতিপক্ষ টিম ফন রাইথোভেনকে ৬-২, ৪-৬, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন জোকোভিচ। শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির তরুণ তুর্কি ইয়ানিক সিনার; যিনি হারিয়েছেন আরেক উদীয়মান স্পেনের কার্লোস আলকারেজকে। চার সেটের লড়াইয়ে সিনারের জয় ৬-১, ৬-৪, ৬-৭ (৮-১০) ও ৬-৩ গেমে।

একই রাতে দাপুটে জয়রথ অব্যাহত রেখেছেন আরবকন্যা ওনস জাবেউর। বেলজিয়ামের এলিসে মের্টেনসকে সরাসরি ৭-৬ (১১-৯) ও ৬-৪ গেমে হারিয়েছেন জাবেউর। এই জয়ে শেষ আটের টিকিটও নিশ্চিত করেছেন তিউনিসিয়ার এই দ্বিতীয় শীর্ষ বাছাই। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ মারি বোজকোভা।

দুর্দান্ত ছন্দে থাকা জাবেউর উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেনসময়টা দারুণ যাচ্ছে জাবেউরের। উইম্বলডনে শিরোপা জিতেই থামতে চান তিনি। ম্যাচ শেষে জাবেউর বলেছেন, ‘এটা একই সঙ্গে উদ্বেগজনক ও আনন্দময় ছিল। এলিসে শক্ত প্রতিপক্ষ। তার বিপক্ষে খেলা সহজ ছিল না। তবে ঘাসে খেলাটা আমি পছন্দ করি। প্রকৃতির সঙ্গে যোগটা আমি ভালোবাসি। আশা করি, ফাইনাল পর্যন্ত এভাবে এগিয়ে যেতে পারব।’

এদিকে বিবিসিতে লেখা এক কলামে জাবেউর জানিয়েছেন, উইম্বলডনে খেলতে এসে তাঁর বিয়ের কথা মনে পড়ছে। জাবেউর লিখেছেন, ‘সব খেলোয়াড়ের পরনে সাদা পোশাক ও দর্শকদের পরিপাটি পোশাক আমাকে বিয়ের কথা মনে করিয়ে দেয়। আমি ঐতিহ্য ও ইতিহাস খুব ভালোবাসি। যেমন সবাই সাদা পোশাক পরে আছে এবং স্ট্রবেরি খাচ্ছে, এসব দারুণ ব্যাপার।’

সেন্টার কোর্টে খেলতে ভালোবাসেন জানিয়ে জাবেউর আরও লিখেছেন, ‘সেন্টার কোর্টে খেলাটা আমি ভালোবাসি। এটা বিশেষ কিছু। বড় মঞ্চে খেলা পছন্দ করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত