পিছিয়ে পরে ঘুরে দাঁড়ানোর অভ্যাসটা পুরোনো নোভাক জোকোভিচের। তা না হলে পুরুষ টেনিসে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী হতে পারতেন না তিনি। গতকাল শেষ আটে তেমনি প্রত্যাবর্তনের এক ম্যাচ খেললেন সার্বিয়ান তারকা।
কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের বিপক্ষে পিছিয়ে পরেও শেষ হাসি জোকোভিচই হেসেছেন। ৪–৬, ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে জিতে উইম্বলডনে টানা পঞ্চম সেমিফাইনালে উঠেছেন তিনি। আর সব মিলিয়ে গ্র্যান্ড স্লামে ৪৬ বারের মতো শেষ চারে উঠলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর বাছাই। তাঁর আগে এই রেকর্ড গড়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার।
রুবলেভের বিপক্ষে জয়টি অল ইংল্যান্ড ক্লাবে টানা ৩৩তম জোকোভিচের। তবে জয় পেতে শুরুটা মোটেও ভালো হয়নি সার্বিয়ান তারকার। প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হেরে বসেন তিনি। এরপর অবশ্য স্বরূপে ফেরেন রেকর্ড সর্বোচ্চ ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী। পরের তিন সেটে রাশিয়ান তারকাকে কোনো সুযোগ দেননি ৩৬ বছর বয়সী তারকা। সপ্তম বাছাইকে ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা ৪৭ মিনিটের ম্যাচ জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জোকোভিচ বলেছেন, ‘এসব শুধুই সংখ্যা। টুর্নামেন্টে পরিসংখ্যান নিয়ে সময় নষ্ট করতে পছন্দ করি না। এটি একটি চলমান টুর্নামেন্ট। আমি এখনো আছি এবং পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। টুর্নামেন্ট কঠিন হতে চলেছে। তবে যেভাবে খেলছি, তা পছন্দ করি।’
সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ জানিক সিনার। ইতালির অষ্টম বাছাইকে হারাতে পারলে ফেদেরারের আরেকটি রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন জোকোভিচ। ফাইনাল জিতলে সমান ৮টি করে উইম্বলডন জয়ী খেলোয়াড় হবেন তিনি। সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী মাগারের্ট কোর্টের ২৪ শিরোপাও স্পর্শ করবেন তিনি।
পিছিয়ে পরে ঘুরে দাঁড়ানোর অভ্যাসটা পুরোনো নোভাক জোকোভিচের। তা না হলে পুরুষ টেনিসে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী হতে পারতেন না তিনি। গতকাল শেষ আটে তেমনি প্রত্যাবর্তনের এক ম্যাচ খেললেন সার্বিয়ান তারকা।
কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের বিপক্ষে পিছিয়ে পরেও শেষ হাসি জোকোভিচই হেসেছেন। ৪–৬, ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে জিতে উইম্বলডনে টানা পঞ্চম সেমিফাইনালে উঠেছেন তিনি। আর সব মিলিয়ে গ্র্যান্ড স্লামে ৪৬ বারের মতো শেষ চারে উঠলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর বাছাই। তাঁর আগে এই রেকর্ড গড়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার।
রুবলেভের বিপক্ষে জয়টি অল ইংল্যান্ড ক্লাবে টানা ৩৩তম জোকোভিচের। তবে জয় পেতে শুরুটা মোটেও ভালো হয়নি সার্বিয়ান তারকার। প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হেরে বসেন তিনি। এরপর অবশ্য স্বরূপে ফেরেন রেকর্ড সর্বোচ্চ ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী। পরের তিন সেটে রাশিয়ান তারকাকে কোনো সুযোগ দেননি ৩৬ বছর বয়সী তারকা। সপ্তম বাছাইকে ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা ৪৭ মিনিটের ম্যাচ জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জোকোভিচ বলেছেন, ‘এসব শুধুই সংখ্যা। টুর্নামেন্টে পরিসংখ্যান নিয়ে সময় নষ্ট করতে পছন্দ করি না। এটি একটি চলমান টুর্নামেন্ট। আমি এখনো আছি এবং পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। টুর্নামেন্ট কঠিন হতে চলেছে। তবে যেভাবে খেলছি, তা পছন্দ করি।’
সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ জানিক সিনার। ইতালির অষ্টম বাছাইকে হারাতে পারলে ফেদেরারের আরেকটি রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন জোকোভিচ। ফাইনাল জিতলে সমান ৮টি করে উইম্বলডন জয়ী খেলোয়াড় হবেন তিনি। সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী মাগারের্ট কোর্টের ২৪ শিরোপাও স্পর্শ করবেন তিনি।
২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৩ ঘণ্টা আগেলর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত এই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ ঘণ্টা আগে