Ajker Patrika

পাকিস্তান সিরিজের আগে লিটনদের অনুশীলন বাতিল করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান সিরিজের আগে আজ বাংলাদেশের অনুশীলন করার কথা থাকলেও হয়নি সেটা। ছবি: বিসিবি
পাকিস্তান সিরিজের আগে আজ বাংলাদেশের অনুশীলন করার কথা থাকলেও হয়নি সেটা। ছবি: বিসিবি

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত এই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কা সফর শেষ করে গতকাল দেশে ফিরেছেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা। বিসিবি সূত্রে জানা গেছে, তাঁদের বিশ্রামের সুযোগ দিতেই অনুশীলন বাতিল করা হয়েছে। তবে কেউ চাইলে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন বলে জানানো হয়েছে। আজ বেলা তিনটার আগে টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার নাঈম শেখ ব্যক্তিগতভাবে মিরপুরে অনুশীলন করতে আসেন। তাঁর অনুশীলনের সময় দলের কোনো কোচ উপস্থিত ছিলেন না।

এদিকে লঙ্কায় ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজজয়ী দলের অন্য দুই ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী হাসান আজ দেশে ফিরেছেন। যদিও তাঁর সতীর্থরা ফিরেছেন গতকাল। ক্রিকেটারদের মতো কোচরাও আপাতত বিশ্রামে আছেন। আগামীকাল সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রস্তুতি। অন্যদিকে সফরকারী পাকিস্তান আজ বিকেল ৫টা পর্যন্ত মিরপুরে অনুশীলন করবে। তাদের অনুশীলন শুরু হয়েছে বেলা ২টায়।

শ্রীলঙ্কার বিপক্ষে যে দল নিয়ে বাংলাদেশ যে দল নিয়ে টি-টোয়েন্টি খেলেছিল, লিটনকে অধিনায়ক করে পাকিস্তান সিরিজেও একই দল রেখেছে বিসিবি। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে মিরপুরে। ২২ ও ২৪ জুলাই হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। তিনটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত