Ajker Patrika

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট কাটবেন কীভাবে

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পরশু। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পরশু। ছবি: ক্রিকইনফো

লঙ্কা জয় করে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দল এখন ফুরফুরে মেজাজে। তবে দেশে ফিরলেও লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। কারণ, পরশু মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শ্রীলঙ্কায় ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সেটার পুনরাবৃত্তি লিটন,তানজিদ তামিম, শামীম পাটোয়ারীরা করতে পারেন কিনা, সেটা দেখতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দর্শকেরা যাতে টিকিট কেটে সুষ্ঠুভাবে ম্যাচ উপভোগ করতে পারেন, সেটার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনে www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে বলে বিসিবি জানিয়েছে। কোনো দর্শক একটি জাতীয় পরিচয়পত্র (আইডি) ব্যবহার করে এক ম্যাচে সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ পাবেন। সশরীরে উপস্থিত থেকে তো টিকিট কাটা যাবেই। এমনকি ই-টিকিটেরও ব্যবস্থা রয়েছে। প্রাথমিকভাবে অনলাইনে বিক্রি করা হবে টিকিট। আর ম্যাচের দিন স্টেডিয়ামে অবিক্রীত টিকিট বিক্রির জন্য বিশেষ বুথের ব্যবস্থা থাকছে।

গ্যালারির অবস্থান অনুযায়ী টিকিটের দাম সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনলাইনের পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমেও কেনা যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট। এরই মধ্যে বিসিবির সঙ্গে টিকিটিং পার্টনার হিসেবে ৩ কোটি টাকায় তিন বছরের জন্য চুক্তি করেছে মধুমতি ব্যাংক।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে ২২ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৯ ম্যাচ জিতেছে পাকিস্তান। এবার ঘরের মাঠে বাংলাদেশের জন্য সিরিজটা প্রতিশোধের মিশনও। কারণ, মে জুন মাসে পাকিস্তান ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশকে। সিরিজটি হয়েছিল পাকিস্তানে। এবার দুই দলের টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুরে। ২২ ও ২৪ জুলাই হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। তিনটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত