ক্যামেরুন নরিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালের লড়াইয়ে ব্রিটিশ টেনিস তারকা নরিকে ২-৬,৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ান মহাতারকা। এই জয়ে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন জোকোভিচ। ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ নিক কিরগিওস। চোটে পড়ে রাফায়েল নাদাল সরে যাওয়ায় সেমিফাইনাল না খেলেই ফাইনাল খেলবেন নরি।
সেন্টার কোর্টের সেমিফাইনালে প্রথম সেটে জোকোভিচকে ভালোই প্রতিদ্বন্দ্বিতা দেন কিরগিওস। ৬-২ গেমে জিতে এগিয়েও যান তিনি। তবে পরের তিন সেটে জোকোভিচের সামনে আর পাত্তা পাননি নরি। বাকি তিন সেটের তিনটিতেই হেরেছেন তিনি।
এদিকে ফাইনালে নিশ্চিত করে দারণ এক মাইলফলক গড়েছেন জোকোভিচ। পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলা খেলোয়াড় এখন জোকোভিচ। এ নিয়ে ৩২টি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন তিনি। এর আগে রজার ফেদেরারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন জোকো। ফেদেরার ফাইনালে খেলেন ৩১ বার। আর নাদাল ফাইনাল খেলেছেন ৩০ বার।
ফাইনাল নিশ্চিত করে জোকোভিচ বলেন, ‘আমার শুরুটা ভালো হয়নি। প্রথম সেটে সে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় ছিল। আমার ওপর নিজের এবং অন্যদের অনেক চাপ ছিল। ক্যামেরুনের (নরি) হারানোর তেমন কিছু ছিল না। আমি তাকে শুভকামনা জানাতে চাই। সে দারুণ একজন খেলোয়াড়। তাকে আমি সম্মান করি।’
ক্যামেরুন নরিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালের লড়াইয়ে ব্রিটিশ টেনিস তারকা নরিকে ২-৬,৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ান মহাতারকা। এই জয়ে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন জোকোভিচ। ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ নিক কিরগিওস। চোটে পড়ে রাফায়েল নাদাল সরে যাওয়ায় সেমিফাইনাল না খেলেই ফাইনাল খেলবেন নরি।
সেন্টার কোর্টের সেমিফাইনালে প্রথম সেটে জোকোভিচকে ভালোই প্রতিদ্বন্দ্বিতা দেন কিরগিওস। ৬-২ গেমে জিতে এগিয়েও যান তিনি। তবে পরের তিন সেটে জোকোভিচের সামনে আর পাত্তা পাননি নরি। বাকি তিন সেটের তিনটিতেই হেরেছেন তিনি।
এদিকে ফাইনালে নিশ্চিত করে দারণ এক মাইলফলক গড়েছেন জোকোভিচ। পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলা খেলোয়াড় এখন জোকোভিচ। এ নিয়ে ৩২টি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন তিনি। এর আগে রজার ফেদেরারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন জোকো। ফেদেরার ফাইনালে খেলেন ৩১ বার। আর নাদাল ফাইনাল খেলেছেন ৩০ বার।
ফাইনাল নিশ্চিত করে জোকোভিচ বলেন, ‘আমার শুরুটা ভালো হয়নি। প্রথম সেটে সে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় ছিল। আমার ওপর নিজের এবং অন্যদের অনেক চাপ ছিল। ক্যামেরুনের (নরি) হারানোর তেমন কিছু ছিল না। আমি তাকে শুভকামনা জানাতে চাই। সে দারুণ একজন খেলোয়াড়। তাকে আমি সম্মান করি।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে