ক্যামেরুন নরিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালের লড়াইয়ে ব্রিটিশ টেনিস তারকা নরিকে ২-৬,৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ান মহাতারকা। এই জয়ে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন জোকোভিচ। ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ নিক কিরগিওস। চোটে পড়ে রাফায়েল নাদাল সরে যাওয়ায় সেমিফাইনাল না খেলেই ফাইনাল খেলবেন নরি।
সেন্টার কোর্টের সেমিফাইনালে প্রথম সেটে জোকোভিচকে ভালোই প্রতিদ্বন্দ্বিতা দেন কিরগিওস। ৬-২ গেমে জিতে এগিয়েও যান তিনি। তবে পরের তিন সেটে জোকোভিচের সামনে আর পাত্তা পাননি নরি। বাকি তিন সেটের তিনটিতেই হেরেছেন তিনি।
এদিকে ফাইনালে নিশ্চিত করে দারণ এক মাইলফলক গড়েছেন জোকোভিচ। পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলা খেলোয়াড় এখন জোকোভিচ। এ নিয়ে ৩২টি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন তিনি। এর আগে রজার ফেদেরারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন জোকো। ফেদেরার ফাইনালে খেলেন ৩১ বার। আর নাদাল ফাইনাল খেলেছেন ৩০ বার।
ফাইনাল নিশ্চিত করে জোকোভিচ বলেন, ‘আমার শুরুটা ভালো হয়নি। প্রথম সেটে সে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় ছিল। আমার ওপর নিজের এবং অন্যদের অনেক চাপ ছিল। ক্যামেরুনের (নরি) হারানোর তেমন কিছু ছিল না। আমি তাকে শুভকামনা জানাতে চাই। সে দারুণ একজন খেলোয়াড়। তাকে আমি সম্মান করি।’
ক্যামেরুন নরিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালের লড়াইয়ে ব্রিটিশ টেনিস তারকা নরিকে ২-৬,৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ান মহাতারকা। এই জয়ে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন জোকোভিচ। ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ নিক কিরগিওস। চোটে পড়ে রাফায়েল নাদাল সরে যাওয়ায় সেমিফাইনাল না খেলেই ফাইনাল খেলবেন নরি।
সেন্টার কোর্টের সেমিফাইনালে প্রথম সেটে জোকোভিচকে ভালোই প্রতিদ্বন্দ্বিতা দেন কিরগিওস। ৬-২ গেমে জিতে এগিয়েও যান তিনি। তবে পরের তিন সেটে জোকোভিচের সামনে আর পাত্তা পাননি নরি। বাকি তিন সেটের তিনটিতেই হেরেছেন তিনি।
এদিকে ফাইনালে নিশ্চিত করে দারণ এক মাইলফলক গড়েছেন জোকোভিচ। পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলা খেলোয়াড় এখন জোকোভিচ। এ নিয়ে ৩২টি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন তিনি। এর আগে রজার ফেদেরারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন জোকো। ফেদেরার ফাইনালে খেলেন ৩১ বার। আর নাদাল ফাইনাল খেলেছেন ৩০ বার।
ফাইনাল নিশ্চিত করে জোকোভিচ বলেন, ‘আমার শুরুটা ভালো হয়নি। প্রথম সেটে সে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় ছিল। আমার ওপর নিজের এবং অন্যদের অনেক চাপ ছিল। ক্যামেরুনের (নরি) হারানোর তেমন কিছু ছিল না। আমি তাকে শুভকামনা জানাতে চাই। সে দারুণ একজন খেলোয়াড়। তাকে আমি সম্মান করি।’
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৬ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে