চোটের কারণে রাফায়েল নাদালের উইম্বলডন খেলা নিয়েই ছিল শঙ্কা। সেই তিনিই কাল কোয়ার্টার ফাইনালে ৪ ঘণ্টা ২০ মিনিটের রোমাঞ্চ উপহার দিয়ে উঠে গেলেন সেমিফাইনালে। ২৪ বছর বয়সী টেলর ফ্রিজের বিপক্ষে দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত লড়ে নাদাল জিতেছেন ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬(১০-৪) গেমে।
চোটগ্রস্ত নাদালকে ম্যাচের মধ্যেও চোট চোখ রাঙাচ্ছিল। প্রথম সেটে তাই সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সেটের মাঝপথে চোটের কারণে কোর্ট ছেড়ে গিয়ে মেডিকেল টাইম-আউট নিতে হয় ৩৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকাকে। এমনকি তাঁর বাবা তাঁকে খেলা চালিয়ে না যাওয়ার অনুরোধও করেছিলেন। কিন্তু নাদাল তাঁর বাবার অনুরোধ কানে নেননি। দর্শকদের বিপুল করতালির মধ্যে ফিরে আসেন কোর্টে। দ্বিতীয় সেট জিতে সমতা টানেন ম্যাচে।
চোট নিয়ে লড়াইয়ের মানসিকতা নাদালের জন্য নতুন কিছু নয়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তারা আমাকে ম্যাচের মধ্যেই জানিয়েছিল আমার অবসর নেওয়া প্রয়োজন। কিন্তু ম্যাচের মধ্যে অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। আর এটা এমন নয় যে, এমন পরামর্শ আমি নতুন পেলাম। আমার টেনিস-জীবনে অনেকবারই এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। এটা এমন এক বিষয়, যা আমি ঘৃণা করি। তাই আমি চালিয়ে যেতে চেয়েছি এবং সেটাই করেছি।’
এ অবস্থায় খেলা চালিয়ে যান নাদাল। তৃতীয় সেট হেরে আবারও পিছিয়ে পড়েন। চতুর্থ সেটেও পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ম্যাচে ফিরে লড়াইটা শেষ সেটে নেন নাদাল। প্রায় সাড়ে ৪ ঘণ্টা ম্যারাথনের শেষ সেটেও শেষ হাসি হাসেন নাদাল। তবে কাজটা তাঁর জন্য সহজ ছিল না। ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা নিয়ে নাদাল বলেন, ‘সত্যি বলতে, চিকিৎসা বিরতিতে খুব একটা কিছু করার ছিল না চিকিৎসকদের। তারা আমার কাছে এসে কিছু ব্যথানাশক ওষুধ দিল, ফিজিও পেশিকে কিছুটা শিথিল রাখার চেষ্টা করল, তবে এটা কঠিন ছিল। কোনো কিছুই চূড়ান্ত নয়, যখন আপনি এমন একটি সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। আমি শুধু নিজেকে একটি সুযোগ দিতে চেয়েছি। কারণ টুর্নামেন্টটা ছেড়ে দেওয়া আমার জন্য সহজ নয়। উইম্বলডন ছাড়া আমার জন্য সহজ নয়, ব্যথা যতই তীব্র হোক না কেন।’
চোটের কারণে রাফায়েল নাদালের উইম্বলডন খেলা নিয়েই ছিল শঙ্কা। সেই তিনিই কাল কোয়ার্টার ফাইনালে ৪ ঘণ্টা ২০ মিনিটের রোমাঞ্চ উপহার দিয়ে উঠে গেলেন সেমিফাইনালে। ২৪ বছর বয়সী টেলর ফ্রিজের বিপক্ষে দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত লড়ে নাদাল জিতেছেন ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬(১০-৪) গেমে।
চোটগ্রস্ত নাদালকে ম্যাচের মধ্যেও চোট চোখ রাঙাচ্ছিল। প্রথম সেটে তাই সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সেটের মাঝপথে চোটের কারণে কোর্ট ছেড়ে গিয়ে মেডিকেল টাইম-আউট নিতে হয় ৩৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকাকে। এমনকি তাঁর বাবা তাঁকে খেলা চালিয়ে না যাওয়ার অনুরোধও করেছিলেন। কিন্তু নাদাল তাঁর বাবার অনুরোধ কানে নেননি। দর্শকদের বিপুল করতালির মধ্যে ফিরে আসেন কোর্টে। দ্বিতীয় সেট জিতে সমতা টানেন ম্যাচে।
চোট নিয়ে লড়াইয়ের মানসিকতা নাদালের জন্য নতুন কিছু নয়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তারা আমাকে ম্যাচের মধ্যেই জানিয়েছিল আমার অবসর নেওয়া প্রয়োজন। কিন্তু ম্যাচের মধ্যে অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। আর এটা এমন নয় যে, এমন পরামর্শ আমি নতুন পেলাম। আমার টেনিস-জীবনে অনেকবারই এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। এটা এমন এক বিষয়, যা আমি ঘৃণা করি। তাই আমি চালিয়ে যেতে চেয়েছি এবং সেটাই করেছি।’
এ অবস্থায় খেলা চালিয়ে যান নাদাল। তৃতীয় সেট হেরে আবারও পিছিয়ে পড়েন। চতুর্থ সেটেও পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ম্যাচে ফিরে লড়াইটা শেষ সেটে নেন নাদাল। প্রায় সাড়ে ৪ ঘণ্টা ম্যারাথনের শেষ সেটেও শেষ হাসি হাসেন নাদাল। তবে কাজটা তাঁর জন্য সহজ ছিল না। ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা নিয়ে নাদাল বলেন, ‘সত্যি বলতে, চিকিৎসা বিরতিতে খুব একটা কিছু করার ছিল না চিকিৎসকদের। তারা আমার কাছে এসে কিছু ব্যথানাশক ওষুধ দিল, ফিজিও পেশিকে কিছুটা শিথিল রাখার চেষ্টা করল, তবে এটা কঠিন ছিল। কোনো কিছুই চূড়ান্ত নয়, যখন আপনি এমন একটি সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। আমি শুধু নিজেকে একটি সুযোগ দিতে চেয়েছি। কারণ টুর্নামেন্টটা ছেড়ে দেওয়া আমার জন্য সহজ নয়। উইম্বলডন ছাড়া আমার জন্য সহজ নয়, ব্যথা যতই তীব্র হোক না কেন।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে