৭ম উইম্বলডন শিরোপা জয়ের সামনে এখন নোভাক জোকোভিচ। ফাইনালে আজ রাতে নিক কিরগিওসকে হারাতে পারলেই জোকোভিচ জিতবেন ২১ তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ফাইনালের এই দুই প্রতিদ্বন্দ্বীর একটি মিল রয়েছে। দুজনই টেনিস দুনিয়ায় ‘ভিলেন’ হিসেবে পরিচিত।
‘ব্যাড বয়’ কিরগিওস তো এবারের টুর্নামেন্টেই অনেক ‘বিতর্কিত’ কাণ্ড ঘটিয়েছেন। আর টিকা না নিয়ে কদিন আগেও সংবাদের শিরোনাম ছিলেন কিংবদন্তি জোকোভিচ। দুজনের ম্যাচ নিয়ে তাই বাড়তি উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। তবে ম্যাচের আগে মজা করে কথার লড়াইয়েও মেতেছেন দুজন। কিরগিওস বলেছেন, জোকোভিচকে নিজের খুব কাছের মনে করেন তিনি। আর জবাবে জোকোভিচ বলেছেন, যদি ফাইনালের পর কিরগিওস তাঁকে খাবারের দাওয়াত দেন তবে তিনি তা গ্রহণ করবেন। তবে বিল দিতে হবে যিনি চ্যাম্পিয়ন হবেন তাঁকেই।
এক ইনস্টাগ্রাম আলাপে জোকোভিচ বলেছেন, ‘আমার সম্পর্কে ভালো কিছু বলতে তোমার ৫ বছর লেগেছে।’ জবাবে কিরগিওস বলেছেন, ‘তবে প্রয়োজনের সময় আমি তোমার পাশে দাঁড়িয়েছি।’
কিরগিওসের এই দাবি স্বীকার করে জোকোভিচ বলেন, ‘হ্যাঁ, তুমি করেছ। সেটাকে আমি এটার প্রশংসা করি।’ এরপর কিরগিওস তাঁরা এখন বন্ধু কি না জানতে চাইলে জোকোভিচ বলেন, ‘তুমি যদি আমাকে ডিনারের দাওয়াত দাও তবে আমি তা গ্রহণ করব। তবে বিল দিতে হবে যে জিতবে তাকে।’ পরে জোকোভিচের এই কথায় সায় দেন কিরগিওসও।
৭ম উইম্বলডন শিরোপা জয়ের সামনে এখন নোভাক জোকোভিচ। ফাইনালে আজ রাতে নিক কিরগিওসকে হারাতে পারলেই জোকোভিচ জিতবেন ২১ তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ফাইনালের এই দুই প্রতিদ্বন্দ্বীর একটি মিল রয়েছে। দুজনই টেনিস দুনিয়ায় ‘ভিলেন’ হিসেবে পরিচিত।
‘ব্যাড বয়’ কিরগিওস তো এবারের টুর্নামেন্টেই অনেক ‘বিতর্কিত’ কাণ্ড ঘটিয়েছেন। আর টিকা না নিয়ে কদিন আগেও সংবাদের শিরোনাম ছিলেন কিংবদন্তি জোকোভিচ। দুজনের ম্যাচ নিয়ে তাই বাড়তি উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। তবে ম্যাচের আগে মজা করে কথার লড়াইয়েও মেতেছেন দুজন। কিরগিওস বলেছেন, জোকোভিচকে নিজের খুব কাছের মনে করেন তিনি। আর জবাবে জোকোভিচ বলেছেন, যদি ফাইনালের পর কিরগিওস তাঁকে খাবারের দাওয়াত দেন তবে তিনি তা গ্রহণ করবেন। তবে বিল দিতে হবে যিনি চ্যাম্পিয়ন হবেন তাঁকেই।
এক ইনস্টাগ্রাম আলাপে জোকোভিচ বলেছেন, ‘আমার সম্পর্কে ভালো কিছু বলতে তোমার ৫ বছর লেগেছে।’ জবাবে কিরগিওস বলেছেন, ‘তবে প্রয়োজনের সময় আমি তোমার পাশে দাঁড়িয়েছি।’
কিরগিওসের এই দাবি স্বীকার করে জোকোভিচ বলেন, ‘হ্যাঁ, তুমি করেছ। সেটাকে আমি এটার প্রশংসা করি।’ এরপর কিরগিওস তাঁরা এখন বন্ধু কি না জানতে চাইলে জোকোভিচ বলেন, ‘তুমি যদি আমাকে ডিনারের দাওয়াত দাও তবে আমি তা গ্রহণ করব। তবে বিল দিতে হবে যে জিতবে তাকে।’ পরে জোকোভিচের এই কথায় সায় দেন কিরগিওসও।
ওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
২ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৩ ঘণ্টা আগেলর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
৪ ঘণ্টা আগে