২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের উপলক্ষটা তৈরিই ছিল। নিক কিরগিওসের বিপক্ষে সেমিফাইনাল জিতলেই নিশ্চিত হতো আরেকটি ফাইনালের টিকিট। তবে পেটের পেশির চোট লড়াইটাই করতে দিল না নাদালকে। সেমিফাইনালের আগেই সরে দাঁড়ান স্প্যানিশ মহাতারকা।
এরপরও অবশ্য গ্র্যান্ড স্লাম ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটা নাদালের দখলেই থাকছে। জোকোভিচ ফাইনালে জিতলে তাঁর শিরোপা হবে ২১টি। তবে শিরোপা নয়, নাদালের কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখে থাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নাদাল।
নাদাল সেমিফাইনাল না খেলে সরে দাঁড়ানোয় বড় ক্ষতিটা হয়েছে টেনিসপ্রেমীদের। সেমিতে জিতলে ফাইনালে আরেকবার নাদাল-জোকোভিচের জমজমাট লড়াই দেখা যেত। নিজের সরে দাঁড়ানো নিয়ে নাদাল বলেন, ‘যে কোনো শিরোপার চেয়ে আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখ। সবাই জানে, এত দূর আসার জন্য আমাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। তবে সেমিফাইনাল খেললে দুই-তিন মাস বাইরে থাকার ঝুঁকি থাকত। সেই ঝুঁকিটা আমি নিতে চাইনি। কারণ, এটা আমার জন্য খুবই কঠিন হতো।’
বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন নিজের করে নিয়েছিলেন নাদাল। সুযোগ ছিল উইম্বলডন ও ইউএস ওপেন জিতে ক্যালেন্ডার স্লাম জেতার। এই মাইলফলক অর্জন না হওয়ায় অবশ্য আফসোস নেই নাদালের। তিনি বলেছেন, ‘আমি ক্যালেন্ডার স্লাম নিয়ে কখনো ভাবিনি। আমি ভেবেছি আমার দৈনন্দিন সুখ এবং নিয়মিত কাজ নিয়ে।’
২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের উপলক্ষটা তৈরিই ছিল। নিক কিরগিওসের বিপক্ষে সেমিফাইনাল জিতলেই নিশ্চিত হতো আরেকটি ফাইনালের টিকিট। তবে পেটের পেশির চোট লড়াইটাই করতে দিল না নাদালকে। সেমিফাইনালের আগেই সরে দাঁড়ান স্প্যানিশ মহাতারকা।
এরপরও অবশ্য গ্র্যান্ড স্লাম ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটা নাদালের দখলেই থাকছে। জোকোভিচ ফাইনালে জিতলে তাঁর শিরোপা হবে ২১টি। তবে শিরোপা নয়, নাদালের কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখে থাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নাদাল।
নাদাল সেমিফাইনাল না খেলে সরে দাঁড়ানোয় বড় ক্ষতিটা হয়েছে টেনিসপ্রেমীদের। সেমিতে জিতলে ফাইনালে আরেকবার নাদাল-জোকোভিচের জমজমাট লড়াই দেখা যেত। নিজের সরে দাঁড়ানো নিয়ে নাদাল বলেন, ‘যে কোনো শিরোপার চেয়ে আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখ। সবাই জানে, এত দূর আসার জন্য আমাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। তবে সেমিফাইনাল খেললে দুই-তিন মাস বাইরে থাকার ঝুঁকি থাকত। সেই ঝুঁকিটা আমি নিতে চাইনি। কারণ, এটা আমার জন্য খুবই কঠিন হতো।’
বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন নিজের করে নিয়েছিলেন নাদাল। সুযোগ ছিল উইম্বলডন ও ইউএস ওপেন জিতে ক্যালেন্ডার স্লাম জেতার। এই মাইলফলক অর্জন না হওয়ায় অবশ্য আফসোস নেই নাদালের। তিনি বলেছেন, ‘আমি ক্যালেন্ডার স্লাম নিয়ে কখনো ভাবিনি। আমি ভেবেছি আমার দৈনন্দিন সুখ এবং নিয়মিত কাজ নিয়ে।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে