Ajker Patrika

‘নিষিদ্ধ’ রাশিয়ায় জন্ম নেওয়া রাইবাকিনাই উইম্বলডনের নতুন রানি

‘নিষিদ্ধ’ রাশিয়ায় জন্ম নেওয়া রাইবাকিনাই উইম্বলডনের নতুন রানি

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের এবারের উইম্বলডন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। যা নিয়ে তুমুল বিতর্ক হয়। 

রাজনীতির সঙ্গে খেলা মিশিয়ে দেওয়ায় নারী ও পুরুষ টেনিসের অভিভাবক সংস্থা বড় অঙ্কের জরিমানাও করে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবকে। 

এত কিছুর পরও রুশ প্রতিভাকে আড়ালে রাখা গেল না। লন্ডনের সেন্টার কোর্টে আজ নারী এককের খেতাব জিতলেন রাশিয়াতে জন্ম নেওয়া এলেনা রাইবাকিনা। ফাইনালে আরব কন্যা ওনস জাবেউরকে ৩-৬,৬-২, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। 

রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জাবেউরকে।রাইবাকিনা ২০১৮ সাল পর্যন্ত জন্মভূমি রাশিয়াকেই প্রতিনিধিত্ব করেছেন। ওই বছরই রুশ নাগরিকত্ব ছেড়ে কাজখস্তানের হয়ে যান তিনি। দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস গড়লেন রাইনাকিনা। আরব বিশ্বের প্রথম খেলায়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষাটা তাই বাড়ল জাবেউরের। 

যদিও ফাইনালে শুরুটা দুর্দান্ত করেছিলেন জাবেউর। প্রথম সেটে রাইবাকিনাকে ৬-৩ গেমে হারান তিনি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেটে জাবেউরকে স্রেফ উড়িয়ে দেন রাইবাকিনা। অথচ নাগরিকত্ব না বদলালে দানিল মেদভেদেভ, ভিক্টোরিয়া আজারেঙ্কা, কারেন খাচানোভদের মতো এবারের উইম্বলডনে খেলাই হতো না তাঁর। একেই বলে সৌভাগ্য! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত