উইম্বলডনের সবুজ গালিচা পেত্রা কেভিতোভাকে দুহাত ভরিয়ে দিয়েছে। চেক তারকার জেতা দুটি গ্র্যান্ড স্লামই যে শিরোপা এসেছে এখান থেকে। জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিতেও উইম্বলডনকে বেছে নিয়েছেন তিনি। গতকাল টেনিস কোর্টেই কোচ আইরি ভানেকের সঙ্গে বাগদান সেরেছেন কেভিতোভা।
কেভিতোভা-ভানেক দুজনেরই আগে আলাদা সম্পর্ক ছিল। কেভিতোভার সঙ্গে সম্পর্কে জড়ানোয় প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় দুই সন্তানের বাবা ভানেকের। আগের সম্পর্ক থেকে সরে আসেন কেভিতোভাও। দুজনের মন এক হতেই নতুন বন্ধনে জড়ালেন তাঁরা।
দুটি উইম্বলডন শিরোপা জয়ের সঙ্গে অলিম্পিকে দুবার সোনাও জিতেছেন ৩২ বছর বয়সী কেভিতোভা। তাঁর ক্যারিয়ারে ভালো সব কিছুই হয়েছে উইম্বলডনের রানি হওয়ার পর। তাই সেন্টার কোর্টে গিয়ে কোচ ভানেকের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে তাঁকে চুম্বন করেছেন। সেখানেই সেরেছেন বাগ্দান পর্ব।
সামাজিক মাধ্যমে কেভিতোভা সুখবর দিয়েছেন এভাবে, ‘অনেক ভাবনার পরে অবশেষে আমার কোচ ও বন্ধু ভানেকের প্রস্তাবে হ্যাঁ বললাম। আর সেটি আমার সবচেয়ে প্রিয় জায়গা উইম্বলডনের সেন্টার কোর্টে।’
চেক সুন্দরী কেভিতোভা ২০১৬ সাল থেকে তাঁর কোচ ভানেকের সঙ্গে মন দেওয়া-নেওয়া করছেন। এর আগেও তিন পুরুষকে নিজের জালে আটকিয়েছেন তিনি।
স্বদেশি টেনিস খেলোয়াড় অ্যাডাম পাভ্লাসেক ও রাদেক স্তেপানেকের সঙ্গে বেশ কিছু দিন চুটিয়ে প্রেম করেছেন। এ দুজনকে ছেড়ে ২০১৪ সালে সম্পর্কে জড়ান হকি খেলোয়াড় রাদেক মেইদলের সঙ্গে। ২০১৫ সালের ডিসেম্বরে মেইদলের সঙ্গে আংটি বদলও করেন। তবে পরের বছর মে মাসে তাঁকে ছেড়ে দেন কেভিতোভা। এবার কোচের সঙ্গে সম্পর্কটাকে আরেক ধাপ এগিয়ে নিলেন তিনি।
উইম্বলডনের সবুজ গালিচা পেত্রা কেভিতোভাকে দুহাত ভরিয়ে দিয়েছে। চেক তারকার জেতা দুটি গ্র্যান্ড স্লামই যে শিরোপা এসেছে এখান থেকে। জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিতেও উইম্বলডনকে বেছে নিয়েছেন তিনি। গতকাল টেনিস কোর্টেই কোচ আইরি ভানেকের সঙ্গে বাগদান সেরেছেন কেভিতোভা।
কেভিতোভা-ভানেক দুজনেরই আগে আলাদা সম্পর্ক ছিল। কেভিতোভার সঙ্গে সম্পর্কে জড়ানোয় প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় দুই সন্তানের বাবা ভানেকের। আগের সম্পর্ক থেকে সরে আসেন কেভিতোভাও। দুজনের মন এক হতেই নতুন বন্ধনে জড়ালেন তাঁরা।
দুটি উইম্বলডন শিরোপা জয়ের সঙ্গে অলিম্পিকে দুবার সোনাও জিতেছেন ৩২ বছর বয়সী কেভিতোভা। তাঁর ক্যারিয়ারে ভালো সব কিছুই হয়েছে উইম্বলডনের রানি হওয়ার পর। তাই সেন্টার কোর্টে গিয়ে কোচ ভানেকের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে তাঁকে চুম্বন করেছেন। সেখানেই সেরেছেন বাগ্দান পর্ব।
সামাজিক মাধ্যমে কেভিতোভা সুখবর দিয়েছেন এভাবে, ‘অনেক ভাবনার পরে অবশেষে আমার কোচ ও বন্ধু ভানেকের প্রস্তাবে হ্যাঁ বললাম। আর সেটি আমার সবচেয়ে প্রিয় জায়গা উইম্বলডনের সেন্টার কোর্টে।’
চেক সুন্দরী কেভিতোভা ২০১৬ সাল থেকে তাঁর কোচ ভানেকের সঙ্গে মন দেওয়া-নেওয়া করছেন। এর আগেও তিন পুরুষকে নিজের জালে আটকিয়েছেন তিনি।
স্বদেশি টেনিস খেলোয়াড় অ্যাডাম পাভ্লাসেক ও রাদেক স্তেপানেকের সঙ্গে বেশ কিছু দিন চুটিয়ে প্রেম করেছেন। এ দুজনকে ছেড়ে ২০১৪ সালে সম্পর্কে জড়ান হকি খেলোয়াড় রাদেক মেইদলের সঙ্গে। ২০১৫ সালের ডিসেম্বরে মেইদলের সঙ্গে আংটি বদলও করেন। তবে পরের বছর মে মাসে তাঁকে ছেড়ে দেন কেভিতোভা। এবার কোচের সঙ্গে সম্পর্কটাকে আরেক ধাপ এগিয়ে নিলেন তিনি।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৫ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৫ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৬ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৭ ঘণ্টা আগে