ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের ঈদ আয়োজন
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এর জনপ্রিয় প্রজেক্ট ‘বঙ্গ বব (বেসড অন বুকস) সিজন ২’ ফিরে আসছে সাতজন লেখকের সাতটি বিশেষ গল্প নিয়ে। যেখানে থাকছে সকল প্রজন্মের দর্শক উপযোগী ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, মিস্ট্রি, থ্রিলার, ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিকশন।