দিতি আহমেদ, ঢাকা
সামনে আসছে ঈদুল আজহা। ঈদ মানেই আনন্দ। সে আনন্দে বাড়তি অনুষঙ্গ হিসেবে থাকে নতুন কাপড়। কিন্তু এবার ঈদ আসছে বিষণ্ণভাবে। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন চলছে সারা দেশে। ফলে বন্ধ রয়েছে বিপণিবিতানগুলো। ছোটখাটো কিছু বাজার বা দোকানপাট খোলা থাকলেও সংক্রমণ বাড়ায় সেগুলোতে ভিড় না করাই উত্তম। এবার ঈদের প্রয়োজনীয় কেনাকাটা হোক অনলাইনে। দেশের প্রায় প্রতিটি ফ্যাশন হাউসের রয়েছে ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম হ্যান্ডেল অথবা নিজস্ব ওয়েবসাইট। এগুলোর যেকোনোটি থেকেই কেনাকাটা করার সুযোগ আছে। আবার অনলাইনে কেনাকাটা করলে কোনো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে বিভিন্ন ধরনের অফার। তাতে কিছু সাশ্রয়ও হয় ক্রেতার।
ইতিমধ্যে শুরু হয়েছে ঈদ আয়োজন। প্রতিটি ফ্যাশন হাউসের অনলাইন মাধ্যমগুলোতে শোভা পাচ্ছে নতুন কালেকশন। রয়েছে হোম ডেলিভারি, ছাড় ও ক্যাশ ব্যাকসহ হাজারো অফার।
কে ক্র্যাফট
ঈদ আয়োজনে কে ক্র্যাফট এবার তাদের পোশাকের অনুষঙ্গ হিসেবে তুলে এনেছে প্রকৃতিকে। স্বাভাবিক ও সুন্দর প্রকৃতির স্বপ্ন নিয়ে কে ক্র্যাফটের এবারের ঈদ আয়োজনের স্লোগান: ‘আমাদের সমুদ্র, আমরা বাঁচাই’। শাড়ি, সালোয়ার কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস-সারারা, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ও শিশুদের সব পোশাকে পাওয়া যাবে প্রকৃতির ছোঁয়া।
এ ছাড়া, যুগল ও ফ্যামিলি পোশাকেও রয়েছে প্রকৃতি।
সমসাময়িক ধারার বাইরে যারা অন্য রকম কিছু পছন্দ করেন, তাঁদের জন্যও আছে কে ক্র্যাফটের আয়োজন। হ্যান্ডলুম কটন, ভয়েল, লিনেন, টু-টোন কটন, এন্ডি কটন এবং হাফ সিল্কের কাপড়ে আছে চলতি ফ্যাশন ট্রেন্ড। আছে ফিউশনধর্মী কাট ও প্যাটার্নে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, টাই-ডাই ও হ্যান্ড প্রিন্টের কাজ। গ্রীষ্ম ও বর্ষা ঋতুর কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সাদা, অফ হোয়াইট, গ্রে, আকাশি, নীলসহ বিভিন্ন রং। ঘরে বসেই এসব পোশাক অর্ডার করা যাবে কে ক্র্যাফটের ফেসবুক পেজে।
রঙ বাংলাদেশ
করোনার কথা মাথায় রেখে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঘরে বসে কেনাকাটার সুযোগ। ঈদে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে নির্দিষ্ট পণ্যের ওপর পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। এ ছাড়াও ১ হাজার টাকার পণ্য কেনাকাটায় রঙ বাংলাদেশ দিচ্ছে সারা দেশে হোম ডেলিভারি ফ্রি। আর যারা দেশের বাইরে থাকেন; কিন্তু ঈদে ভালোবাসেন দেশীয় পোশাক, তাঁদের জন্যও রঙ বাংলাদেশের আছে ব্যবস্থা। ডিএইচএলের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে তাদের পণ্য পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর ৯৯ ডলারের বেশি কেনাকাটায় থাকছে ফ্রি হোম ডেলিভারি।
তহু’স ক্রিয়েশনস
রেমি কটন অথবা মসলিন কাপড়ের ওপর আলপনা কিংবা এপ্লিক, ভরাট সুতার কাজ, গ্লাস ও সিকোয়েন্সের সিঙ্গেল কামিজ, কুর্তি এবং শাড়ি নিয়ে এসেছে তহু’স ক্রিয়েশনস। এবার ঈদে করোনা, বৃষ্টি ও গরমের কথা বিবেচনায় রেখে তহু’স ক্রিয়েশনস পোশাক তৈরি করেছে। ঘরে বসে পছন্দের পোশাক অর্ডার করা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে।
প্রিয়জনদের জন্য উপহার কেনার দারুণ এক উপলক্ষ ঈদ। এবার ঈদের কেনাকাটা হোক ঘরে বসে, নিরাপদে।
সামনে আসছে ঈদুল আজহা। ঈদ মানেই আনন্দ। সে আনন্দে বাড়তি অনুষঙ্গ হিসেবে থাকে নতুন কাপড়। কিন্তু এবার ঈদ আসছে বিষণ্ণভাবে। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন চলছে সারা দেশে। ফলে বন্ধ রয়েছে বিপণিবিতানগুলো। ছোটখাটো কিছু বাজার বা দোকানপাট খোলা থাকলেও সংক্রমণ বাড়ায় সেগুলোতে ভিড় না করাই উত্তম। এবার ঈদের প্রয়োজনীয় কেনাকাটা হোক অনলাইনে। দেশের প্রায় প্রতিটি ফ্যাশন হাউসের রয়েছে ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম হ্যান্ডেল অথবা নিজস্ব ওয়েবসাইট। এগুলোর যেকোনোটি থেকেই কেনাকাটা করার সুযোগ আছে। আবার অনলাইনে কেনাকাটা করলে কোনো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে বিভিন্ন ধরনের অফার। তাতে কিছু সাশ্রয়ও হয় ক্রেতার।
ইতিমধ্যে শুরু হয়েছে ঈদ আয়োজন। প্রতিটি ফ্যাশন হাউসের অনলাইন মাধ্যমগুলোতে শোভা পাচ্ছে নতুন কালেকশন। রয়েছে হোম ডেলিভারি, ছাড় ও ক্যাশ ব্যাকসহ হাজারো অফার।
কে ক্র্যাফট
ঈদ আয়োজনে কে ক্র্যাফট এবার তাদের পোশাকের অনুষঙ্গ হিসেবে তুলে এনেছে প্রকৃতিকে। স্বাভাবিক ও সুন্দর প্রকৃতির স্বপ্ন নিয়ে কে ক্র্যাফটের এবারের ঈদ আয়োজনের স্লোগান: ‘আমাদের সমুদ্র, আমরা বাঁচাই’। শাড়ি, সালোয়ার কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস-সারারা, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ও শিশুদের সব পোশাকে পাওয়া যাবে প্রকৃতির ছোঁয়া।
এ ছাড়া, যুগল ও ফ্যামিলি পোশাকেও রয়েছে প্রকৃতি।
সমসাময়িক ধারার বাইরে যারা অন্য রকম কিছু পছন্দ করেন, তাঁদের জন্যও আছে কে ক্র্যাফটের আয়োজন। হ্যান্ডলুম কটন, ভয়েল, লিনেন, টু-টোন কটন, এন্ডি কটন এবং হাফ সিল্কের কাপড়ে আছে চলতি ফ্যাশন ট্রেন্ড। আছে ফিউশনধর্মী কাট ও প্যাটার্নে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, টাই-ডাই ও হ্যান্ড প্রিন্টের কাজ। গ্রীষ্ম ও বর্ষা ঋতুর কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সাদা, অফ হোয়াইট, গ্রে, আকাশি, নীলসহ বিভিন্ন রং। ঘরে বসেই এসব পোশাক অর্ডার করা যাবে কে ক্র্যাফটের ফেসবুক পেজে।
রঙ বাংলাদেশ
করোনার কথা মাথায় রেখে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঘরে বসে কেনাকাটার সুযোগ। ঈদে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে নির্দিষ্ট পণ্যের ওপর পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। এ ছাড়াও ১ হাজার টাকার পণ্য কেনাকাটায় রঙ বাংলাদেশ দিচ্ছে সারা দেশে হোম ডেলিভারি ফ্রি। আর যারা দেশের বাইরে থাকেন; কিন্তু ঈদে ভালোবাসেন দেশীয় পোশাক, তাঁদের জন্যও রঙ বাংলাদেশের আছে ব্যবস্থা। ডিএইচএলের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে তাদের পণ্য পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর ৯৯ ডলারের বেশি কেনাকাটায় থাকছে ফ্রি হোম ডেলিভারি।
তহু’স ক্রিয়েশনস
রেমি কটন অথবা মসলিন কাপড়ের ওপর আলপনা কিংবা এপ্লিক, ভরাট সুতার কাজ, গ্লাস ও সিকোয়েন্সের সিঙ্গেল কামিজ, কুর্তি এবং শাড়ি নিয়ে এসেছে তহু’স ক্রিয়েশনস। এবার ঈদে করোনা, বৃষ্টি ও গরমের কথা বিবেচনায় রেখে তহু’স ক্রিয়েশনস পোশাক তৈরি করেছে। ঘরে বসে পছন্দের পোশাক অর্ডার করা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে।
প্রিয়জনদের জন্য উপহার কেনার দারুণ এক উপলক্ষ ঈদ। এবার ঈদের কেনাকাটা হোক ঘরে বসে, নিরাপদে।
ভ্রমণ মানেই কি শুধু গন্তব্যে পৌঁছানো? আমার কাছে কখনো কখনো সেটা নিজেকে খোঁজার এক নিঃশব্দ যাত্রা। যার ঠিকানা মানচিত্রে না পড়লেও ছাপ পড়ে মনে! অনুভব করতে হয় বাতাসের গন্ধে, ঢেউয়ের শব্দে, সূর্যের আভায়।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধে বড় ধরনের প্রভাব পড়ছে বিভিন্ন দেশের পর্যটনশিল্পে। এই যুদ্ধে তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় পর্যটকেরা। এ কারণে এই দুটি দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে শুরু করেছে তারা।
৩ ঘণ্টা আগেবিভিন্ন দেশের দর্শনীয় জায়গা ঘুরে চমৎকার সব ভিডিও করেন ট্রাভেল ভ্লগার মুহাম্মদ রবিন। ডাকনাম রোহান। অল্প কদিনেই সেসব ভিডিও মানুষের মন জয় করেছে। পেশাদার ট্রাভেল ভ্লগার তিনি। স্ত্রী, সন্তান, মা, বাবাসহ থাকেন কিশোরগঞ্জ জেলার ভৈরবে।
৩ ঘণ্টা আগেওমর লতিফ যুক্তরাজ্যের অধিবাসী। ১৮ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন তিনি। কিন্তু ভ্রমণের নেশা ছিল তাঁর। দৃষ্টিশক্তিহীন মানুষ হিসেবে ভ্রমণে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল তাঁকে।
৩ ঘণ্টা আগে