Ajker Patrika

সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়াই সার্থকতা

রাশেদা কে চৌধূরী
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৭: ৪৯
সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়াই সার্থকতা

ছোটবেলার ঈদের দিনগুলো মধুরতম ছিল। আমি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। বাবা ছিলেন ইংরেজির অধ্যাপক, আর মা ডাক্তার। তাঁদের দুজনকেই দেখেছি, সবার সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে। আমাদের সময় ঈদে পোশাক-আশাক কেনাকাটার বাড়াবাড়ি ছিল না। একটা জামা পেলেই খুশির সীমা থাকত না আমাদের। সঙ্গে এক জোড়া জুতা পেলে তো কথাই নেই। আর আজকাল দেখি শহর, গ্রাম ও মফস্বল—সব জায়গাতেই ছেলেমেয়েরা কয়েক সেট জামা কাপড়েও সন্তুষ্ট থাকে না।

আমার শৈশব কেটেছে সিলেট আর রাজশাহীতে। দুই জায়গাতেই ঈদে ও চৈত্র-সংক্রান্তিতে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে আনন্দ করতে দেখেছি। আমরা চৈত্রসংক্রান্তিতে ও পয়লা বৈশাখে বন্ধুদের বাড়ি যেতাম, রথযাত্রায় যেতাম। আজকাল বাবা-মায়েরা মেয়েদের একা বাসার বাইরে ছাড়তে ভয় পান। আমাদের সময় এমন ছিল না। আমরা পাড়াময় ঘুরে বেড়াতাম। আমার বোন একবার রথযাত্রায় গিয়ে মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিল। ভিড় কমলে তাঁকে খুঁজে পেয়েছিলাম। আর এখন মেয়েদের সঙ্গে কত ধরনের ঘটনা ঘটে, তখন এসব ছিল না।

আমাদের ছোটবেলার ঈদে পোশাক-আশাক কেনাকাটার বাড়াবাড়ি না থাকলেও খাবার-দাবারের জম্পেশ আয়োজন হতো। এখনো মনে পড়ে সবাইকে খাইয়ে সবশেষে মা ও ফুফুরা খেতেন। তাঁদের জন্য কী আছে, তাঁরা কী খাবেন, কখনো খেয়াল করিনি।

হই-হুল্লোড় করে ঈদ উদ্‌যাপন এখন আর হয় না। অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই এখন ঈদের আনন্দ খুঁজে পাই। আমার ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে। বাসায় আমি, আমার স্বামী আর দুজন সাহায্যকারী থাকি।নিজেদের জন্য ঈদের কেনাকাটা, রান্নাবান্না তেমন একটা হয় না। কিন্তু আমার সঙ্গে দুজন সাহায্যকারী থাকেন এবং আমাদের আবাসনে বিভিন্ন কাজে নিয়োজিত আরও আটজন মানুষ রয়েছেন—তাঁদের কথা ভেবেই ঈদের দিনে রান্না করি। তাঁদের সবার খাওয়ার ব্যবস্থা করি। আমাদের এলাকার একটি এতিমখানায় ১২২ জন শিশুর জন্য ঈদের কেনাকাটা করি। চেষ্টা করি ওদের সঙ্গে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার।

আমি মনে করি, সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়াই হলো ঈদ উদ্‌যাপনের সার্থকতা। আমাদের প্রত্যেকের উচিত সাধ্যমতো মানুষের জন্য কিছু করা। আমাদের আশপাশের সবার বাড়িতে ঈদের আনন্দ পৌঁছাল কি না, সেটা দেখা এবং সবার সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন।

রাশেদা কে চৌধূরী, নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান

অনুলিখন: অর্চি হক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত