হায়দার আকবর খান রনো
ঈদ, পূজা-পার্বণ ইত্যাদি সামাজিক উৎসব। এসব আনন্দ-উৎসবে মানুষ ধর্মনির্বিশেষে একসঙ্গে মিলিত হয়। নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে পালিত হয় এসব উৎসব।
আমার ছেলেবেলার ঈদ আর বড়বেলার ঈদের স্মৃতির মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। আমি যদি আমার ছেলেবেলার কথা বলি, তাহলে তো বুঝতে হবে, তখন আমি অনেক ছোট ছিলাম। আর এখন আমি ৮০ বছরের বৃদ্ধ। এর মধ্যে আবার এখন চোখে দেখতে পাই না। এ ছাড়া ছোটবেলার মন-মানসিকতার সঙ্গে এখনকার মন-মানসিকতার মিল খুঁজে পাওয়া যাবে না। এখন আমি সারা দিন ঘরের মধ্যে থাকি। ঘর থেকে বের হতে হলে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বের হতে হয়। তাই ঈদের দিন ঘর থেকে বের হওয়া হয় না। ঈদের দিন পরিচিত আত্মীয়স্বজন দেখা করতে আসেন।
আমার শৈশব কেটেছে কলকাতায় নানুর বাড়িতে। সেখানে ঈদের দিন প্রচুর লোকের সমাগম হতো। পাড়ার বন্ধুবান্ধব, আমরা যারা একই বয়সী ছিলাম, সবাই মিলে রাস্তায় হই-হুল্লোড় করে কাটাতাম। আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরে বেড়াতাম। সবার বাড়িতে ঈদের যে সেমাই রান্না হতো, সেটা খেতাম। সে সময় দেখেছি, একজন লোক ঠেলাগাড়ি করে আইসক্রিম বিক্রি করতে আসতেন। ঈদের দিনে সে আইসক্রিম খাওয়া ছিল আমাদের জন্য বেশ উপভোগের বিষয়। আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, তারা এ আইসক্রিম কিনে খেয়ে অনেক খুশি হতাম।
কিন্তু দেখতাম, একেবারে গরিব ঘরের সন্তানেরা সে আইসক্রিম কিনে খেতে পারত না। তারা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকত। এই যে ধনী-গরিবের বৈষম্য, এ বৈষম্য সেদিন যেমন ছিল, আজকে এসে তা অনেক বেশি বেড়ে গেছে। বৈষম্যটা এত বেশি বেড়ে গেছে যে এখন ঈদ বলতে ধনীদের ঈদ পালনটা চোখে বেশি ধরা পড়ে। এখন মধ্যবিত্তেরা একভাবে ঈদের সময় কাটান আর গরিবেরা অর্থকষ্টের মধ্যেই ঈদ পালন করেন। ঈদের আনন্দ গরিবেরা ধনীদের মতো উপভোগ করতে পারেন না।
এখানে নজরুলের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানের একটি লাইন মনে পড়ে। লাইনটি হলো ‘যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী’। আসলে তারা তো প্রতিদিন রোজা রাখে, মানে প্রতিদিন অনাহারে থাকে। সে রকম পরিবারের সংখ্যা এখন অনেক বেশি। তাদের কাছে ঈদ খুব বেশি আনন্দের বিষয় নয়। এটুকু আনন্দের বিষয় হতে পারে যে এদিনে তারা তাদের চেয়ে অপেক্ষাকৃত যারা ধনী, তাদের কাছ থেকে হয়তো কিছু অধিক টাকা ভিক্ষা পেতে পারে।
ঈদের জামাতে ধনী-গরিব পাশাপাশি দাঁড়ায়। জামাত শেষে কোলাকুলি করে। সব ঠিক আছে। কিন্তু নামাজ শেষে ঈদের মাঠ থেকে নামার পর দুই শ্রেণির মানুষ দুই দিকে পথ চলতে থাকে। এ সময় হাজার কোটি টাকার মালিক সৃষ্টি হয়েছে, যেটা তখনকার দিনে কল্পনাও করা যেত না। ঈদের সময় এরা প্রচুর টাকা খরচ করে। পাশাপাশি মধ্যবিত্তরা কোনোরকমে ঈদের উৎসব পালন করে। আর একেবারে গরিব যারা, তাদের কাছে সেদিনকার ঈদ যা ছিল, আজকের ঈদও তা-ই আছে। তারা তো ঠিকঠাক ঈদের পোশাকও কিনতে পারে না। আজকের আর সেদিনকার ঈদের মধ্যে মিল শুধু বৈষম্যে।
হায়দার আকবর খান রনো, লেখক ও রাজনীতিবিদ
অনুলিখন: মন্টি বৈষ্ণব
ঈদ, পূজা-পার্বণ ইত্যাদি সামাজিক উৎসব। এসব আনন্দ-উৎসবে মানুষ ধর্মনির্বিশেষে একসঙ্গে মিলিত হয়। নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে পালিত হয় এসব উৎসব।
আমার ছেলেবেলার ঈদ আর বড়বেলার ঈদের স্মৃতির মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। আমি যদি আমার ছেলেবেলার কথা বলি, তাহলে তো বুঝতে হবে, তখন আমি অনেক ছোট ছিলাম। আর এখন আমি ৮০ বছরের বৃদ্ধ। এর মধ্যে আবার এখন চোখে দেখতে পাই না। এ ছাড়া ছোটবেলার মন-মানসিকতার সঙ্গে এখনকার মন-মানসিকতার মিল খুঁজে পাওয়া যাবে না। এখন আমি সারা দিন ঘরের মধ্যে থাকি। ঘর থেকে বের হতে হলে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বের হতে হয়। তাই ঈদের দিন ঘর থেকে বের হওয়া হয় না। ঈদের দিন পরিচিত আত্মীয়স্বজন দেখা করতে আসেন।
আমার শৈশব কেটেছে কলকাতায় নানুর বাড়িতে। সেখানে ঈদের দিন প্রচুর লোকের সমাগম হতো। পাড়ার বন্ধুবান্ধব, আমরা যারা একই বয়সী ছিলাম, সবাই মিলে রাস্তায় হই-হুল্লোড় করে কাটাতাম। আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরে বেড়াতাম। সবার বাড়িতে ঈদের যে সেমাই রান্না হতো, সেটা খেতাম। সে সময় দেখেছি, একজন লোক ঠেলাগাড়ি করে আইসক্রিম বিক্রি করতে আসতেন। ঈদের দিনে সে আইসক্রিম খাওয়া ছিল আমাদের জন্য বেশ উপভোগের বিষয়। আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, তারা এ আইসক্রিম কিনে খেয়ে অনেক খুশি হতাম।
কিন্তু দেখতাম, একেবারে গরিব ঘরের সন্তানেরা সে আইসক্রিম কিনে খেতে পারত না। তারা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকত। এই যে ধনী-গরিবের বৈষম্য, এ বৈষম্য সেদিন যেমন ছিল, আজকে এসে তা অনেক বেশি বেড়ে গেছে। বৈষম্যটা এত বেশি বেড়ে গেছে যে এখন ঈদ বলতে ধনীদের ঈদ পালনটা চোখে বেশি ধরা পড়ে। এখন মধ্যবিত্তেরা একভাবে ঈদের সময় কাটান আর গরিবেরা অর্থকষ্টের মধ্যেই ঈদ পালন করেন। ঈদের আনন্দ গরিবেরা ধনীদের মতো উপভোগ করতে পারেন না।
এখানে নজরুলের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানের একটি লাইন মনে পড়ে। লাইনটি হলো ‘যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী’। আসলে তারা তো প্রতিদিন রোজা রাখে, মানে প্রতিদিন অনাহারে থাকে। সে রকম পরিবারের সংখ্যা এখন অনেক বেশি। তাদের কাছে ঈদ খুব বেশি আনন্দের বিষয় নয়। এটুকু আনন্দের বিষয় হতে পারে যে এদিনে তারা তাদের চেয়ে অপেক্ষাকৃত যারা ধনী, তাদের কাছ থেকে হয়তো কিছু অধিক টাকা ভিক্ষা পেতে পারে।
ঈদের জামাতে ধনী-গরিব পাশাপাশি দাঁড়ায়। জামাত শেষে কোলাকুলি করে। সব ঠিক আছে। কিন্তু নামাজ শেষে ঈদের মাঠ থেকে নামার পর দুই শ্রেণির মানুষ দুই দিকে পথ চলতে থাকে। এ সময় হাজার কোটি টাকার মালিক সৃষ্টি হয়েছে, যেটা তখনকার দিনে কল্পনাও করা যেত না। ঈদের সময় এরা প্রচুর টাকা খরচ করে। পাশাপাশি মধ্যবিত্তরা কোনোরকমে ঈদের উৎসব পালন করে। আর একেবারে গরিব যারা, তাদের কাছে সেদিনকার ঈদ যা ছিল, আজকের ঈদও তা-ই আছে। তারা তো ঠিকঠাক ঈদের পোশাকও কিনতে পারে না। আজকের আর সেদিনকার ঈদের মধ্যে মিল শুধু বৈষম্যে।
হায়দার আকবর খান রনো, লেখক ও রাজনীতিবিদ
অনুলিখন: মন্টি বৈষ্ণব
উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও মানুষ ধীরে ধীরে ক্যাশলেস লেনদেনের প্রতি আগ্রহী হয়ে উঠছে, যা অর্থনীতির আধুনিকায়নের পথে গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি। এটি শুধু সময় সাশ্রয় করে না, বরং নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০ মার্চ ২০২৫সিটি ব্যাংক ২০০৪ সালে প্রথম ক্রেডিট কার্ড ইস্যু করে এবং ২০০৯ সালে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড ইস্যুয়ার ও অ্যাকুয়ারার হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ-সুবিধা চালু করার মাধ্যমে ক্রেডিট কার্ড খাতে উদ্ভাবনী সেবা প্রদান করে, যা সিটি ব্যাংককে শীর্ষ স্থানে নিয়ে আসে। বর্তম
২০ মার্চ ২০২৫ক্রেডিট কার্ডের জগতে প্রতিযোগিতার ছড়াছড়ি। সেখানে কীভাবে ঢাকা ব্যাংক তার অবস্থান ধরে রেখেছে, ভবিষ্যৎ কী পরিকল্পনা, জানিয়েছেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ। তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার...
২০ মার্চ ২০২৫বাংলাদেশে যাত্রা শুরুর পর মাস্টারকার্ড এখন কোন অবস্থানে রয়েছে, গ্রাহকের সেবার মান ও নিরাপত্তার ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। সাক্ষাৎকার নিয়েছেন
২০ মার্চ ২০২৫