গোপন সমঝোতায় চলে অনুমোদনহীন ইটভাটা
উচ্চ আদালতের নির্দেশনা বা পরিবেশ অধিদপ্তরের শর্ত, কোনো কিছু না মেনেই চাঁদপুরের ফরিদগঞ্জে চলছে অবৈধ ইটভাটা। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে এসব অনুমোদনহীন ভাটা চলছে। কয়লার মূল্যবৃদ্ধির কারণে এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, ফলে দূষিত হচ্ছে পরিবেশ।