Ajker Patrika

ইটভাটার লাইসেন্সের দাবিতে মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ইটভাটার লাইসেন্সের দাবিতে মানববন্ধন

ইট ভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রদান এবং কয়লা সংকট সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন ধামরাইয়ের ইটভাটার মালিক ও শ্রমিকেরা। আজ রোববার বিকেল ৪টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে এই কর্মসূচি পালিত হয়। এতে ধামরাইয়ের অর্ধশতাধিক ইটভাটার মালিক ও শ্রমিক অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অনুমোদন নিয়েই অনেক ভাটা প্রথম চালু হয়েছিল। এখন আবেদন করলেও সেই ভাটাগুলোর লাইসেন্সের নবায়ন করা হচ্ছে না। সবাইকে ভাটার লাইসেন্স ও চলমান কয়লা সংকটের সমাধানের দাবি জানানো হয় মানববন্ধনে। 

এ সময় ধামরাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, ‘বেশির ভাগ ভাটার মালিক ব্যাংক থেকে ঋণ অথবা আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে ইটভাটা শুরু করেছে। প্রতিটি ইটভাটায় দুই থেকে তিন শ শ্রমিক কাজ করে। হঠাৎ করেই যদি ভাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে এই শ্রমিকেরা কী করবে এবং ভাটার মালিকেরা কীভাবে ঋণ পরিশোধ করবে? 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত