Ajker Patrika

আবাদি জমিতে ইটভাটা নির্মাণের অভিযোগ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আবাদি জমিতে ইটভাটা নির্মাণের অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে নিয়ম না মেনে আবাদি জমিতে ইটভাটা নির্মাণের কাজ শুরু করছেন বলে অভিযোগ উঠেছে মাহমুদুর রহমান বকুল নামের এক সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

তিনি উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখানে ভাটা হলে পরিবেশ নষ্ট হবে। এর প্রভাবে কমে যাবে কৃষিজমি। তাই এই ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ কয়েকটি দপ্তরে তাঁরা অভিযোগ করেছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, দ্রুত এখানে ইটভাটা নির্মাণ বন্ধ করা হোক।অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, এ নিয়ে অভিযোগ এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরের কুঠি গ্রামে ইটভাটা নির্মাণের কাজ শুরু করেছেন মাহমুদুর রহমান বকুল।

যেখানে ইটভাটা নির্মাণ করা হচ্ছে, ওই এলাকায় ১৭০টি পরিবার বাস করছে। রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়।

সাইফুল, আমজাদসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ভাটার মালিক কতিপয় কৃষককে ফুসলিয়ে দোফসলি কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করছেন এবং মাটি সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। এখানে ভাটা হলে পরিবেশ নষ্ট হবে। এর প্রভাবে কমে যাবে কৃষিজমি।

নাম না প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ‘ইউএনওর কার্যালয়সহ কয়েকটি দপ্তরে অভিযোগ করেছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না। ভাটার মালিক নিয়মনীতি না মেনেই চালিয়ে যাচ্ছেন ভাটার কার্যক্রম। দ্রুত তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

এ নিয়ে জানতে চাইলে ইটভাটার মালিক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান বকুল বলেন, ‘নিয়ম মেনেই ইটভাটা নির্মাণের কাজ শুরু করেছি।’

 উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, ‘বিষয়টি জেনেছি। আবাদি জমিতে ইটভাটা নির্মাণের সুযোগ নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত