দুর্নীতির অভিযোগে ইউক্রেনের সুপ্রিম কোর্টে তল্লাশি
ইউক্রেনে দুর্নীতিবিরোধী দুটি সংস্থা সুপ্রিম কোর্টে তল্লাশি চালিয়েছে। তবে কার কার বিরুদ্ধে অভিযোগ, তা এখনো স্পষ্ট নয়। দেশটির ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো (এনএবিইউ) এবং স্পেশালাইসড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিস (এসএপি) যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছে।