Ajker Patrika

সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে জেলেনস্কি

সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে জেলেনস্কি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির প্রতিবেদনে জানা যায়, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকালে জেলেনস্কি যুক্তরাজ্যে পৌঁছান। 

এক টুইটার পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, ‘সামনাসামনি আলোচনার জন্য ‘বন্ধু’ ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে আসা। আমাদের আকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাজ্যের এই নেতা। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।’ 

তবে সরকারি কর্তাব্যক্তিরা এই সফরকে আলোচনার পরিবর্তে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে বেশি দেখছেন। এমনকি দুই নেতার বৈঠক দুই ঘণ্টার বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্য নিশ্চিত করে যে, রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। রুশ হামলা শুরু পর থেকেই ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদারে পশ্চিমা নেতাদের সঙ্গে দেখা করছেন জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে গেছেন তিনি। 

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইউক্রেনকে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেবেন ঋষি সুনাক। 

চলতি সপ্তাহে ইতালি, জার্মানি, ফ্রান্স সফরে করেছেন জেলেনস্কি। ইউক্রেনে সামরিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে মিত্রদেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত