Ajker Patrika

ইউক্রেনকে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেবে যুক্তরাজ্য

আপডেট : ১৬ মে ২০২৩, ১২: ২২
ইউক্রেনকে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেবে যুক্তরাজ্য

রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে কয়েক শ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাজ্য সফর ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাতের পর এই খবর এল। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের প্রেসিডেন্টের সফর নিয়ে এক বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। বিবৃতিতে বলা হয়, শত শত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও কয়েক শ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী সুনাক। চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করতে ইউক্রেনকে আগামী মাসগুলোতে এসব সরবরাহ করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে গতকাল সোমবার যুক্তরাজ্য সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এক টুইটার পোস্টে জেলেনস্কি জানান, ‘সামনাসামনি আলোচনার জন্য ‘বন্ধু’ ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে আসা। আমাদের আকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন যুক্তরাজ্যের এই নেতা। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।’ 

এদিন লন্ডনের কাছে চেকার্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের সঙ্গে জেলেনস্কির প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। ইউক্রেনকে সহায়তা প্রদানে আশ্বস্ত করেন সুনাক। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে বাঁচাতে আমাদের সহায়তা অব্যাহত রাখব। ইউক্রেন যেন সফল হয় এবং পুতিন বর্বরতার জবাব পায় তা আমাদের সবার স্বার্থেই নিশ্চিত করতে হবে। 

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে বৃহত্তম সামরিক সহায়তা প্রদানকারী দেশ হিসেবে যুক্তরাজ্য দ্বিতীয়। আর সামরিক সহায়তা প্রদানে প্রথমেই অবস্থান যুক্তরাষ্ট্রের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত