অনলাইন ডেস্ক
ভারী বৃষ্টিপাতে ইতালিতে দেখা দিয়েছে বন্যা। ২০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১৮ মে) ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া ঘরছাড়া ১৩ হাজারের বেশি মানুষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারী বর্ষণে হু হু করে বাড়ছে নদীর পানির উচ্চতা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির রাভেনা শহর। শহরটির মেয়র মিশেল ডি পাসকেল জানান, বর্তমান পরিস্থিতি গত শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ।
বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিকে বিপর্যয়কর বলে মেয়র জানান, তাঁর শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
বিভিন্ন জায়গায় ২৮০টির বেশি ভূমিধসের খবর পাওয়া গেছে। এমিলিয়া-রোমাগনা প্রদেশে প্লাবিত অনেক গ্রাম। নদীর পাশাপাশি খালের পানিও লোকালয়ে ঢুকেছে। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ।
ইতালির এমন পরিস্থিতির পেছনে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জাতীয়ভাবে পরিকল্পনার প্রয়োজন ছিল বলে ইতালি সরকারকে আগেই সতর্ক করেছিলেন অনেকে।
দেশটির বেসামরিক সুরক্ষামন্ত্রী নেলো মুসুমেসি জানান, গ্রীষ্মমণ্ডলীয় পরিস্থিতি ইতালিতে পৌঁছেছে। ৩৬ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কিছু এলাকায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়।
মন্ত্রী জানান, গত ৪০ বছরে দেশের কোনো অঞ্চলে বাঁধ নির্মাণ করা হয়নি। এ অবস্থা থেকে রক্ষা পেতে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারদের নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে।
এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে আগামী মঙ্গলবার সংকটকালীন বৈঠক আহ্বান করেছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার।
ভারী বৃষ্টিপাতে ইতালিতে দেখা দিয়েছে বন্যা। ২০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১৮ মে) ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া ঘরছাড়া ১৩ হাজারের বেশি মানুষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারী বর্ষণে হু হু করে বাড়ছে নদীর পানির উচ্চতা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির রাভেনা শহর। শহরটির মেয়র মিশেল ডি পাসকেল জানান, বর্তমান পরিস্থিতি গত শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ।
বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিকে বিপর্যয়কর বলে মেয়র জানান, তাঁর শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
বিভিন্ন জায়গায় ২৮০টির বেশি ভূমিধসের খবর পাওয়া গেছে। এমিলিয়া-রোমাগনা প্রদেশে প্লাবিত অনেক গ্রাম। নদীর পাশাপাশি খালের পানিও লোকালয়ে ঢুকেছে। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ।
ইতালির এমন পরিস্থিতির পেছনে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জাতীয়ভাবে পরিকল্পনার প্রয়োজন ছিল বলে ইতালি সরকারকে আগেই সতর্ক করেছিলেন অনেকে।
দেশটির বেসামরিক সুরক্ষামন্ত্রী নেলো মুসুমেসি জানান, গ্রীষ্মমণ্ডলীয় পরিস্থিতি ইতালিতে পৌঁছেছে। ৩৬ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কিছু এলাকায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়।
মন্ত্রী জানান, গত ৪০ বছরে দেশের কোনো অঞ্চলে বাঁধ নির্মাণ করা হয়নি। এ অবস্থা থেকে রক্ষা পেতে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারদের নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে।
এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে আগামী মঙ্গলবার সংকটকালীন বৈঠক আহ্বান করেছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
২ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
৩ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৩ ঘণ্টা আগে