ডয়চে ভেলে
ইউক্রেনে দুর্নীতিবিরোধী দুটি সংস্থা সুপ্রিম কোর্টে তল্লাশি চালিয়েছে। তবে কার কার বিরুদ্ধে অভিযোগ, তা এখনো স্পষ্ট নয়। দেশটির ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো (এনএবিইউ) এবং স্পেশালাইসড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিস (এসএপি) যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, দুর্নীতির সঙ্গে কারা যুক্ত, কীভাবে দুর্নীতি হলো, সে বিষয়ে বিশদ কিছু বলেনি এনএবিইউ ও এসএপি। শুধু বলেছে, ক্রমশ প্রকাশ্য। তবে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।
পোস্টের সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চেয়ারের ওপর বান্ডিল বান্ডিল নোট। কয়েক লাখ ডলারের দুর্নীতি হয়েছে বলে গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এদিকে এ ঘটনার পর আজ মঙ্গলবার একটি অতি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন সুপ্রিম কোর্ট। প্লেনামের সেই বৈঠকে সুপ্রিম কোর্টের তরফেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ঘুষকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। প্রায় ৩ কোটি ডলার ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অন্য বেশ কয়েকজন বিচারপতিও সেই ঘটনায় জড়িত বলে অভিযোগ। ২০২১ সালেই ঘুষকাণ্ডে জড়িত এই ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছিলেন। আজকের বৈঠকে সেই প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
দুর্নীতি নিয়ে নাজেহাল ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষমতায় আসার পর জানিয়েছিলেন, তিনি দুর্নীতিমুক্ত ইউক্রেন তৈরির চেষ্টা করবেন। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পদক্ষেপ নিয়েছিলেন তিনি। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এবার সেই দুর্নীতির জালেই জড়িয়ে পড়লেন। এমন এক সময় তা ঘটল, ইউক্রেনে যখন যুদ্ধ চলছে।
জেলেনস্কি চাইছেন ইউরোপীয় ইউনিয়নের অংশ হতে। তা হতে গেলে দুর্নীতির বিষয়টিকে যে কড়া হাতে দমন করা দরকার, জেলেনস্কি তা জানেন এবং সে কারণেই বিষয়টির ওপর এতটা জোর দিয়েছিলেন তিনি।
ইউক্রেনে দুর্নীতিবিরোধী দুটি সংস্থা সুপ্রিম কোর্টে তল্লাশি চালিয়েছে। তবে কার কার বিরুদ্ধে অভিযোগ, তা এখনো স্পষ্ট নয়। দেশটির ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো (এনএবিইউ) এবং স্পেশালাইসড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিস (এসএপি) যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, দুর্নীতির সঙ্গে কারা যুক্ত, কীভাবে দুর্নীতি হলো, সে বিষয়ে বিশদ কিছু বলেনি এনএবিইউ ও এসএপি। শুধু বলেছে, ক্রমশ প্রকাশ্য। তবে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।
পোস্টের সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চেয়ারের ওপর বান্ডিল বান্ডিল নোট। কয়েক লাখ ডলারের দুর্নীতি হয়েছে বলে গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এদিকে এ ঘটনার পর আজ মঙ্গলবার একটি অতি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন সুপ্রিম কোর্ট। প্লেনামের সেই বৈঠকে সুপ্রিম কোর্টের তরফেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ঘুষকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। প্রায় ৩ কোটি ডলার ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অন্য বেশ কয়েকজন বিচারপতিও সেই ঘটনায় জড়িত বলে অভিযোগ। ২০২১ সালেই ঘুষকাণ্ডে জড়িত এই ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছিলেন। আজকের বৈঠকে সেই প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
দুর্নীতি নিয়ে নাজেহাল ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষমতায় আসার পর জানিয়েছিলেন, তিনি দুর্নীতিমুক্ত ইউক্রেন তৈরির চেষ্টা করবেন। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পদক্ষেপ নিয়েছিলেন তিনি। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এবার সেই দুর্নীতির জালেই জড়িয়ে পড়লেন। এমন এক সময় তা ঘটল, ইউক্রেনে যখন যুদ্ধ চলছে।
জেলেনস্কি চাইছেন ইউরোপীয় ইউনিয়নের অংশ হতে। তা হতে গেলে দুর্নীতির বিষয়টিকে যে কড়া হাতে দমন করা দরকার, জেলেনস্কি তা জানেন এবং সে কারণেই বিষয়টির ওপর এতটা জোর দিয়েছিলেন তিনি।
রাশিয়ার কামচাটকায় ৬০০ বছর পর প্রথমবারের মতো জেগে উঠেছে ক্রাশেনিনিকোভ আগ্নেয়গিরি। আজ রোববার রুশ সংবাদ সংস্থা আরআইএ দেশটির বিজ্ঞানীদের বরাত দিয়ে জানিয়েছে, আগ্নেয়গিরির এই অগ্ন্যুৎপাত সম্ভবত সম্প্রতি রাশিয়ার দূরপ্রাচ্যে হওয়া শক্তিশালী ভূমিকম্পের সঙ্গে সম্পর্কযুক্ত।
১১ মিনিট আগেড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে ইউক্রেনের এক সংসদ সদস্যসহ একাধিক সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। রাষ্ট্রীয় চুক্তিতে পণ্যের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ঘুষ গ্রহণের এ চক্রটি গড়ে তোলা হয়েছিল বলে জানিয়েছে
৩৩ মিনিট আগেইউক্রেনে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সরকারের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে বাড়ি-ঘর ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে একাধিক রুশ ড্রোন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ নিহত হয়েছে বলে খবর না পাওয়া গেলেও জানা গেছে, আহত হয়েছেন তিন বেসামরিক...
১ ঘণ্টা আগেইরানের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তাতে অংশ নেওয়া ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের সম্পূর্ণ পরিচয় তারা উন্মোচন করতে সক্ষম হয়েছে। এরা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে এবং আগের অপরাধে তাদের সংশ্লিষ্টতা—সব তথ্য...
১ ঘণ্টা আগে