ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতকে রাশিয়া পুরো ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জি-৭ সম্মেলনে অংশ নিতে জাপানের হিরোশিমা সফরে থাকা জেলেনস্কি আজ রোববার এ কথা বলেন। তবে বামখুত দখলের রুশ দাবি উড়িয়ে দিয়েছেন।
জেলেনস্কি বলেন, আট মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর রুশ সেনাদের সহায়তায় ওয়াগনার সেনারা বাখমুত শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে।’
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জি-৭ সম্মেলনে অংশ নিতে প্রেসিডেন্ট জেলেনস্কি এখন জাপানে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেছেন।
জেলেনস্কি বলেন, রুশ বাহিনী সবকিছু তছনছ করে ফেলেছে। কিছু নেই সেখানে। সবকিছু ধ্বংস করে ফেলেছে। বাখমুত এখন শুধু আমাদের হৃদয়ে রয়েছে।
এর আগে গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ বাহিনীর দক্ষিণাঞ্চলীয় ইউনিটের সহায়তায় ওয়াগনার সেনারা তীব্র লড়াই চালিয়ে বাখমুত দখল করে নিয়েছে।
এই খবরের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনা ও ওয়াগনার যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানায় রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস নিউজ।
অন্যদিকে ওয়াগনারের প্রধান প্রিগোজিন এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ ২০ মে বাখমুত সম্পূর্ণরূপে দখলে নেওয়া হয়েছে। ২৫ মের মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা শেষে শহরটি রুশ সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।’
ইউক্রেনের বাখমুত শহরটি ‘লবণখনির শহর’ হিসেবে পরিচিত। শহরটিতে যুদ্ধ শুরুর আগে প্রায় ৭০ হাজার মানুষ বাস করত। রুশ বাহিনী সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই শহরে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই সতর্ক করে বলেছিলেন, বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনীর জন্য দনবাসের আরও অংশ দখল করার পথ খুলে যাবে।
এদিকে পশ্চিমা যুদ্ধ বিশ্লেষকদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, ইউক্রেন যুদ্ধে বাখমুতের কোনো কৌশলগত ভূমিকা নেই। রুশ সেনারা সম্ভবত একটি ‘প্রতীকী জয়’ পেতে এই শহর দখলের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দীর্ঘ দেড় বছরের চলমান যুদ্ধে গত সাত-আট মাসের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি রাশিয়া। এ কারণে বাখমুতের জয়কে বড় হিসেবে দেখাতে চাইছে রাশিয়া।
পশ্চিমা বিশ্লেষকেরা আরও বলেছেন, বাখমুত যুদ্ধে রুশ বাহিনীর অন্তত ২০ থেকে ৩০ হাজার সৈন্য নিহত বা আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সেনারাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতকে রাশিয়া পুরো ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জি-৭ সম্মেলনে অংশ নিতে জাপানের হিরোশিমা সফরে থাকা জেলেনস্কি আজ রোববার এ কথা বলেন। তবে বামখুত দখলের রুশ দাবি উড়িয়ে দিয়েছেন।
জেলেনস্কি বলেন, আট মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর রুশ সেনাদের সহায়তায় ওয়াগনার সেনারা বাখমুত শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে।’
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জি-৭ সম্মেলনে অংশ নিতে প্রেসিডেন্ট জেলেনস্কি এখন জাপানে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেছেন।
জেলেনস্কি বলেন, রুশ বাহিনী সবকিছু তছনছ করে ফেলেছে। কিছু নেই সেখানে। সবকিছু ধ্বংস করে ফেলেছে। বাখমুত এখন শুধু আমাদের হৃদয়ে রয়েছে।
এর আগে গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ বাহিনীর দক্ষিণাঞ্চলীয় ইউনিটের সহায়তায় ওয়াগনার সেনারা তীব্র লড়াই চালিয়ে বাখমুত দখল করে নিয়েছে।
এই খবরের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনা ও ওয়াগনার যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানায় রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস নিউজ।
অন্যদিকে ওয়াগনারের প্রধান প্রিগোজিন এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ ২০ মে বাখমুত সম্পূর্ণরূপে দখলে নেওয়া হয়েছে। ২৫ মের মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা শেষে শহরটি রুশ সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।’
ইউক্রেনের বাখমুত শহরটি ‘লবণখনির শহর’ হিসেবে পরিচিত। শহরটিতে যুদ্ধ শুরুর আগে প্রায় ৭০ হাজার মানুষ বাস করত। রুশ বাহিনী সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই শহরে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই সতর্ক করে বলেছিলেন, বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনীর জন্য দনবাসের আরও অংশ দখল করার পথ খুলে যাবে।
এদিকে পশ্চিমা যুদ্ধ বিশ্লেষকদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, ইউক্রেন যুদ্ধে বাখমুতের কোনো কৌশলগত ভূমিকা নেই। রুশ সেনারা সম্ভবত একটি ‘প্রতীকী জয়’ পেতে এই শহর দখলের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দীর্ঘ দেড় বছরের চলমান যুদ্ধে গত সাত-আট মাসের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি রাশিয়া। এ কারণে বাখমুতের জয়কে বড় হিসেবে দেখাতে চাইছে রাশিয়া।
পশ্চিমা বিশ্লেষকেরা আরও বলেছেন, বাখমুত যুদ্ধে রুশ বাহিনীর অন্তত ২০ থেকে ৩০ হাজার সৈন্য নিহত বা আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সেনারাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে ইউক্রেনের এক সংসদ সদস্যসহ একাধিক সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। রাষ্ট্রীয় চুক্তিতে পণ্যের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ঘুষ গ্রহণের এ চক্রটি গড়ে তোলা হয়েছিল বলে জানিয়েছে
২০ মিনিট আগেইউক্রেনে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সরকারের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে বাড়ি-ঘর ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে একাধিক রুশ ড্রোন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ নিহত হয়েছে বলে খবর না পাওয়া গেলেও জানা গেছে, আহত হয়েছেন তিন বেসামরিক...
১ ঘণ্টা আগেইরানের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তাতে অংশ নেওয়া ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের সম্পূর্ণ পরিচয় তারা উন্মোচন করতে সক্ষম হয়েছে। এরা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে এবং আগের অপরাধে তাদের সংশ্লিষ্টতা—সব তথ্য...
১ ঘণ্টা আগেমুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ ই-২৩৮৭-তে করে আসামের শিলচরে যাচ্ছিলেন হোসেন আহমেদ মজুমদার। হঠাৎ প্লেনের মধ্যে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের দুই ক্রু সদস্য তাঁকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন। সে সময় পাশের সিটের এক যাত্রী আকস্মিকভাবে তাঁকে চড় মেরে বসেন।
২ ঘণ্টা আগে