ডয়চে ভেলে
গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এবারই প্রথম ইতালি সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার তিনি ইতালি পৌঁছেছেন। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাঁর এই রোম সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধ চলাকালে ইউরোপের বেশ কয়েকটি দেশেই সফর করেছেন জেলেনস্কি। কিন্তু ইতালি সফরের বিশেষ গুরুত্ব বুঝতে পারছেন জেলেনস্কিও। রোমে পৌঁছেই একটি টুইট করেছেন তিনি।
তিনি লিখেছেন, ‘আজ রোমে আমি ইতালির প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেলা, প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং পোপের সঙ্গে বৈঠক করব। ইউক্রেনের জয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর।’
ইউক্রেনে শান্তি ফেরাতে প্রয়োজনীয় সবকিছু করতে নিজের সম্মতির কথা আগেই জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। এ বছরের ৩০ এপ্রিল হাঙ্গেরি সফরে গিয়ে তিনি বলেছিলেন, ‘এ বিষয়ে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) একটি উদ্যোগ চলমান আছে, তবে এখনো সেটা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।’
সেদিন এর বেশি কিছু অবশ্য বলতে রাজি হননি পোপ। তাই জেলেনস্কির সঙ্গে পোপের বৈঠকটিও আলাদা গুরুত্ব পাচ্ছে।
এ সপ্তাহের শুরুতে ভ্যাটিকানে রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেক্সান্ডার আভদেবের সঙ্গেও দেখা হয়েছিল ফ্রান্সিসের। ইতালির সংবাদপত্র ইল মেসাগেরো জানিয়েছে, বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি পাঠিয়েছে ভ্যাটিকান।
শান্তির জন্য বরাবরই আহ্বান জানিয়ে আসছিলেন পোন্টিফ। কিন্তু কিয়েভ ও মস্কোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার ইচ্ছে থাকা সত্ত্বেও তাঁর প্রস্তাবটিতে এখনো তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
এদিকে গুঞ্জন রয়েছে, রোম সফর শেষে জার্মানি সফরে যেতে পারেন জেলেনস্কি। তবে বিষয়টি এখনো কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইউক্রেনে জার্মানির সামরিক সহায়তা
ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলার সমপরিমাণ অর্থের সামরিক সহযোগিতা দিতে যাচ্ছে জার্মানি। গতকাল শনিবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জার্মানির পক্ষ থেকে এটি এযাবৎকালের সবচেয়ে বড় সহযোগিতা।
সহযোগিতা প্যাকেজের মধ্যে রয়েছে ২০টিরও বেশি মার্ডের ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল, ৩০টি লিওপার্ড-ওয়ান ট্যাংক এবং চারটি আইআরআইএসটি-এসএলএম এয়ার ডিফেন্স সিস্টেম।
এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ‘আমরা সবাই আশা করি, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার এই ভয়ংকর যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এমন কোনো কিছু এখনো দৃশ্যমান নয়। এ কারণে যত দিন প্রয়োজন যতটা সম্ভব সাহায্য করে যাবে জার্মানি।’
জার্মানি গত বছরও ইউক্রেনকে দুই বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দিয়েছিল।
মানসিকভাবে হেরে গেছে রাশিয়া: জেলেনস্কি
গত শুক্রবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘পরাজয়ের জন্য রুশ সেনারা প্রস্তুত রয়েছে। এর মধ্যেই চলমান এই যুদ্ধে মানসিকভাবে হেরে গেছে তারা। এখন তাদের প্রতিনিয়ত চাপের মধ্যে রাখতে হবে।’
ইউক্রেন দাবি করেছে, বাখমুতের কাছে রুশ বাহিনীর কাছ থেকে বেশ কিছু ভূমি পুনরুদ্ধার করেছে তারা। শুক্রবার মস্কো স্বীকার করেছে, তাদের বাহিনী শহরের উত্তরের দিকে ফিরে গেছে।
গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এবারই প্রথম ইতালি সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার তিনি ইতালি পৌঁছেছেন। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাঁর এই রোম সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধ চলাকালে ইউরোপের বেশ কয়েকটি দেশেই সফর করেছেন জেলেনস্কি। কিন্তু ইতালি সফরের বিশেষ গুরুত্ব বুঝতে পারছেন জেলেনস্কিও। রোমে পৌঁছেই একটি টুইট করেছেন তিনি।
তিনি লিখেছেন, ‘আজ রোমে আমি ইতালির প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেলা, প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং পোপের সঙ্গে বৈঠক করব। ইউক্রেনের জয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর।’
ইউক্রেনে শান্তি ফেরাতে প্রয়োজনীয় সবকিছু করতে নিজের সম্মতির কথা আগেই জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। এ বছরের ৩০ এপ্রিল হাঙ্গেরি সফরে গিয়ে তিনি বলেছিলেন, ‘এ বিষয়ে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) একটি উদ্যোগ চলমান আছে, তবে এখনো সেটা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।’
সেদিন এর বেশি কিছু অবশ্য বলতে রাজি হননি পোপ। তাই জেলেনস্কির সঙ্গে পোপের বৈঠকটিও আলাদা গুরুত্ব পাচ্ছে।
এ সপ্তাহের শুরুতে ভ্যাটিকানে রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেক্সান্ডার আভদেবের সঙ্গেও দেখা হয়েছিল ফ্রান্সিসের। ইতালির সংবাদপত্র ইল মেসাগেরো জানিয়েছে, বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি পাঠিয়েছে ভ্যাটিকান।
শান্তির জন্য বরাবরই আহ্বান জানিয়ে আসছিলেন পোন্টিফ। কিন্তু কিয়েভ ও মস্কোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার ইচ্ছে থাকা সত্ত্বেও তাঁর প্রস্তাবটিতে এখনো তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
এদিকে গুঞ্জন রয়েছে, রোম সফর শেষে জার্মানি সফরে যেতে পারেন জেলেনস্কি। তবে বিষয়টি এখনো কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইউক্রেনে জার্মানির সামরিক সহায়তা
ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলার সমপরিমাণ অর্থের সামরিক সহযোগিতা দিতে যাচ্ছে জার্মানি। গতকাল শনিবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জার্মানির পক্ষ থেকে এটি এযাবৎকালের সবচেয়ে বড় সহযোগিতা।
সহযোগিতা প্যাকেজের মধ্যে রয়েছে ২০টিরও বেশি মার্ডের ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল, ৩০টি লিওপার্ড-ওয়ান ট্যাংক এবং চারটি আইআরআইএসটি-এসএলএম এয়ার ডিফেন্স সিস্টেম।
এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ‘আমরা সবাই আশা করি, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার এই ভয়ংকর যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এমন কোনো কিছু এখনো দৃশ্যমান নয়। এ কারণে যত দিন প্রয়োজন যতটা সম্ভব সাহায্য করে যাবে জার্মানি।’
জার্মানি গত বছরও ইউক্রেনকে দুই বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দিয়েছিল।
মানসিকভাবে হেরে গেছে রাশিয়া: জেলেনস্কি
গত শুক্রবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘পরাজয়ের জন্য রুশ সেনারা প্রস্তুত রয়েছে। এর মধ্যেই চলমান এই যুদ্ধে মানসিকভাবে হেরে গেছে তারা। এখন তাদের প্রতিনিয়ত চাপের মধ্যে রাখতে হবে।’
ইউক্রেন দাবি করেছে, বাখমুতের কাছে রুশ বাহিনীর কাছ থেকে বেশ কিছু ভূমি পুনরুদ্ধার করেছে তারা। শুক্রবার মস্কো স্বীকার করেছে, তাদের বাহিনী শহরের উত্তরের দিকে ফিরে গেছে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে