মিনস্কের জানালাবিহীন হোটেলে প্রিগোঝিন, পুতিন কি ফাঁদ পেতেছেন
বিদ্রোহে অংশ নেওয়া ভাগনার যোদ্ধাদের জন্য তিনটি বিকল্প পথের যে কোনো একটিকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। এ অনুযায়ী—ভাগনার যোদ্ধারা হয় রাশিয়ার হয়ে যুদ্ধ চালিয়ে যাবে, নয়তো অবসর নেবে। অন্যথায় তাঁরা বেলারুশে তাঁদের নেতা প্রিগোঝিনের সঙ্গে অবস্থান নেবেন।