অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাড়াটে যোদ্ধা বাহিনী ভাগনারের ক্ষণস্থায়ী বিদ্রোহ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও আরও কিছু দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি। তাঁদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও আছেন।
জো বাইডেনের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জেলেনস্কি জানিয়েছেন। গতকাল রোববার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভাগনার বিদ্রোহ নিয়ে তাঁর আলোচনা হয়েছে। তাঁর মতে, রাশিয়ার এই পরিস্থিতি প্রমাণ করে, পুতিনের জনপ্রিয়তা কমছে।
জেলেনস্কি টুইটারে জানান, বাইডেনের আগে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও কথা হয়েছে।
জেলেনস্কি বলেছেন, সবার সঙ্গেই রাশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁর। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এই বিদ্রোহ সহায়তা করবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ন্যাটোর বৈঠক শুরু হবে। সেখানে এই বিষয়গুলো যাতে আলোচনায় আসে, সে কারণেই এদিন সকলকে আলাদা করে ফোন করেন তিনি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত এক বছরে শুধু যুক্তরাজ্য ১৭ হাজার ইউক্রেনের সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। পাঁচ সপ্তাহের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ইন্টারফেস’।
কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, লিথুনিয়ার মতো দেশ এই প্রশিক্ষণে যুক্তরাজ্যকে সাহায্য করেছে বলে জানানো হয়েছে।
ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই সেনা প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তাঁরা সকলেই দেশের জন্য লড়তে চান। পাঁচ সপ্তাহে তাঁরা অনেকটাই প্রশিক্ষণ পেয়েছেন।
এদিকে সোমবারই লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। ইউক্রেনকে কীভাবে সাহায্য করা হবে, সামরিক দিক থেকে আর কী কী সাহায্য দেওয়া প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, ইউক্রেন নয়, রাশিয়া এবার নিজের সমস্যার দিকে মন দিক। নিজের জনগণকে সামলাক। দেশের ভিতর বিদ্রোহের আগুন বন্ধ করুক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাড়াটে যোদ্ধা বাহিনী ভাগনারের ক্ষণস্থায়ী বিদ্রোহ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও আরও কিছু দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি। তাঁদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও আছেন।
জো বাইডেনের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জেলেনস্কি জানিয়েছেন। গতকাল রোববার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভাগনার বিদ্রোহ নিয়ে তাঁর আলোচনা হয়েছে। তাঁর মতে, রাশিয়ার এই পরিস্থিতি প্রমাণ করে, পুতিনের জনপ্রিয়তা কমছে।
জেলেনস্কি টুইটারে জানান, বাইডেনের আগে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও কথা হয়েছে।
জেলেনস্কি বলেছেন, সবার সঙ্গেই রাশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁর। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এই বিদ্রোহ সহায়তা করবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ন্যাটোর বৈঠক শুরু হবে। সেখানে এই বিষয়গুলো যাতে আলোচনায় আসে, সে কারণেই এদিন সকলকে আলাদা করে ফোন করেন তিনি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত এক বছরে শুধু যুক্তরাজ্য ১৭ হাজার ইউক্রেনের সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। পাঁচ সপ্তাহের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ইন্টারফেস’।
কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, লিথুনিয়ার মতো দেশ এই প্রশিক্ষণে যুক্তরাজ্যকে সাহায্য করেছে বলে জানানো হয়েছে।
ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই সেনা প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তাঁরা সকলেই দেশের জন্য লড়তে চান। পাঁচ সপ্তাহে তাঁরা অনেকটাই প্রশিক্ষণ পেয়েছেন।
এদিকে সোমবারই লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। ইউক্রেনকে কীভাবে সাহায্য করা হবে, সামরিক দিক থেকে আর কী কী সাহায্য দেওয়া প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, ইউক্রেন নয়, রাশিয়া এবার নিজের সমস্যার দিকে মন দিক। নিজের জনগণকে সামলাক। দেশের ভিতর বিদ্রোহের আগুন বন্ধ করুক।
ভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
১৪ মিনিট আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
১ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
২ ঘণ্টা আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তাই জোর করে ‘খবর তৈরির’ কোনো প্রয়োজন নেই। আজ শনিবার নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহা কুম্ভের মতো বৃহৎ আয়োজন দক্ষতার সঙ্গে সংগঠিত করার ভারতের সক্ষমতার কথা উল্লেখ করে এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে