Ajker Patrika

২০২২ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী জার্মানিতে

আপডেট : ৩০ জুন ২০২৩, ১১: ৩১
২০২২ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী জার্মানিতে

রাশিয়া ইউক্রেনে হামলার শুরুর পর দেশটি থেকে পালিয়ে আসা বিপুলসংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে জার্মানিতে৷ এর মধ্য দিয়ে আগের যেকোনো সময়ের তুলনায় মোট অভিবাসীর সংখ্যায় রেকর্ড গড়েছে জার্মানি৷

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ডেস্টাটিস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে জার্মানিতে অভিবাসীর সংখ্যা অন্য যেকোনো বছরের তুলনায় বেশি ছিল৷

সংস্থাটি বলছে, গেল বছর ২৬ লাখ ৭০ হাজার বিদেশি নাগরিক এসেছে জার্মানিতে৷ এর মধ্যে ফিরে গেছ ১২ লাখ৷ আর রয়ে গেছে ১৪ লাখ ৭০ হাজার৷

এতসংখ্যক বিদেশি আসার প্রধান কারণ হিসেবে ইউক্রেনের যুদ্ধকে চিহ্নিত করেছে জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থাটি৷ ডেস্টাটিস জানায়, ১ লাখ ১০ হাজার ইউক্রেনীয় শরণার্থী জার্মানিতে নিরাপত্তা খুঁজতে বাধ্য হয়েছে৷

২০২১ সালের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ওই বছর ১৩ লাখ ২০ হাজার বিদেশি এসেছিল৷ আর ফিরে গেছে, প্রায় ১০ লাখ মানুষ৷

জার্মানির অভিবাসীরা যেখান থেকে আসে
রাশিয়া পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ শুরুর পর, গেল বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে বেশিসংখ্যক ইউক্রেনীয় জার্মানিতে এসেছিল৷ আর আগস্ট থেকে তাদের আসার সংখ্যা কমতে শুরু করে৷

সিরিয়া, আফগানিস্তান ও তুরস্ক থেকে আসা মানুষের সংখ্যাও আগের বছরের তুলনায় ২০২২ সালে বেড়েছে৷

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকেও জার্মানিতে আসার প্রবণতা আগের চেয়ে বেড়েছে৷ গেল বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আসা অভিবাসীর সংখ্যা ৮৭ হাজার৷ আর ২০২১ সালে এই সংখ্যা ছিল ৮১ হাজার৷

বিশেষ করে রোমানিয়া, পোল্যান্ড ও বুলগেরিয়ার নাগরিকেরাই সবচেয়ে বেশি এসেছে জার্মানিতে৷

অভিবাসী হচ্ছে জার্মানরাও
গেল বছর নিজ দেশে ছেড়ে অভিবাসী হওয়া জার্মানদের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷ গত বছর দেশ ছেড়েছে ৮৩ হাজার জার্মান নাগরিক৷ ২০২১ সালে এই সংখ্যা ছিল ৬৪ হাজার৷

অভিবাসনের ক্ষেত্রে জার্মান নাগরিকদের প্রধান গন্তব্য সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্র৷ অভ্যন্তরীণভাবেও ১০ লাখ জার্মান নাগরিক নিজে দেশের ১৬টি রাজ্যের মধ্যে অভিবাসন করেছে৷

রাজধানী বার্লিন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভ্যুরটেমবের্গে সবচেয়ে বেশি জার্মান নাগরিক স্থানান্তরিত হয়েছে৷ আর সবচেয়ে কম হয়েছে ব্রান্ডেনবুর্গে৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত