Ajker Patrika

পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলা, শিশুসহ নিহত চারজন 

ডয়চে ভেলে
আপডেট : ২৮ জুন ২০২৩, ১১: ২৩
পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলা, শিশুসহ নিহত চারজন 

পূর্ব ইউক্রেনের ক্র্যামাতোর্স্কে ভয়াবহ আক্রমণ চালিয়েছে রাশিয়া। রাশিয়ার মিসাইল হামলায় এক শিশুসহ অন্তত চারজন নিহত। আহত অন্তত ৪০। এ ঘটনায় আমেরিকায় জরুরি সফরে গেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ খবর জানিয়েছেন।

জেলেনস্কির ভাষায়, রাশিয়ার সন্ত্রাসীরা ফের ভয়াবহ হামলা চালিয়েছে বেসামরিক মানুষের ওপর। যুদ্ধের সমস্ত নিয়ম তারা ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে বিশেষ ট্রাইব্যুনাল তৈরির আরজি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে রাশিয়ার বিরুদ্ধে সমস্ত যুদ্ধাপরাধের মামলার আবেদন জানিয়েছেন তিনি।

এদিনের হামলা নিয়ে রাশিয়া অবশ্য এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইউক্রেনের দাবি, তাদের সেনা এখনো পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে ফ্রন্টলাইনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা ফ্রন্টলাইনে বেশ খানিকটা অগ্রসর হতে পেরেছে। 

জার্মান প্রতিরক্ষামন্ত্রী
এই প্রথম মার্কিন সফরে যাচ্ছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। আজ বুধবার আমেরিকা সফরে যাচ্ছেন তিনি। সেখানে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। বৈঠকে মূল আলোচনার বিষয় ইউক্রেনে রাশিয়ার হামলা। বস্তুত, ইতিমধ্যেই আমেরিকা ইউক্রেনের জন্য আরও সাহায্য করার ঘোষণা দিয়েছে, যার মধ্যে ব্র্যাডলি ও স্ট্রাইকার আর্মড সামরিক গাড়ি দেওয়া হবে। হাইমারস রকেট সিস্টেমও দেওয়া হবে। ইউক্রেনকে আরও কীভাবে সাহায্য করা যায়, তা নিয়ে আলোচনা করবেন দুই মন্ত্রী। অন্যদিকে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সাউথ আফ্রিকার কাছে আবেদন জানিয়েছেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে। 

জেলেনস্কির পদক্ষেপ
এদিকে মঙ্গলবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারক সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন। দেশের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, জেলেনস্কির অভিযোগ, চাহিদামতো ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করতে পারছে না সংস্থাটি। সে কারণেই সংস্থার প্রধানকে সরানো হয়েছে। মিসাইলের বিষয়ে ইউক্রেন সম্পূর্ণভাবে পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল। জেলেনস্কি সেই নির্ভরশীলতা কমাতে চাইছেন। দেশের মধ্যেই ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন বাড়াতে চাইছেন। কিন্তু এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত