স্থানীয় সরকারমন্ত্রীর পছন্দের প্রার্থীরা বিনা ভোটে জয়ী
কুমিল্লার লাকসাম উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৬৫টি পদের মধ্যে ৬৪টিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিনা ভোটে জিততে চলেছেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন প্রার্থীর জয় নিশ্চিত।