Ajker Patrika

আ.লীগের আবেদন ফরম বিক্রি হচ্ছে ২০ হাজার টাকায়

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩: ২৮
আ.লীগের আবেদন ফরম বিক্রি হচ্ছে ২০ হাজার টাকায়

নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মনোনয়ন-প্রত্যাশীদের কাছে ‘আবেদন ফরম’ বিক্রি করছে স্থানীয় আওয়ামী লীগ। প্রতিটি ফরমের দাম নেওয়া হচ্ছে ২০ হাজার ৫০০ টাকা। অথচ প্রার্থী হতে এ আবেদন ফরমের কোনো প্রয়োজন নেই।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি আমার কানে এসেছে। বিষয়টি জানার পর আমি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারির কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলাম। পার্টি অফিসের ভবন নির্মাণের জন্য মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে ওই টাকা তুলছেন বলে তিনি জানিয়েছেন। তবে আমার মতামত হচ্ছে, ভালো কাজ হলেও মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে এভাবে টাকা নেওয়া উচিত নয়। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

আগামী ২৮ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে তৃতীয় দফা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন ও বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন হবে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ছাপানো আবেদন ফরমটি গত বুধবার থেকে বিক্রি শুরু হয়। মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ বাবুর ব্যক্তিগত চেম্বার থেকে ২০ হাজার ৫০০ টাকা দিয়ে আবেদন ফরম কিনতে হচ্ছে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের। এ পর্যন্ত ৪০টি আবেদন ফরম বিক্রি হয়েছে।

মনোনয়নপ্রত্যাশীরা বলছেন, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণ ও খরচের নামে এ টাকা আদায় করা হচ্ছে। কিন্তু টাকা নেওয়ার কোনো রসিদ দেওয়া হচ্ছে না। ওই আবেদন ফরম না কিনে, দলীয় মনোনয়ন ফরম কিনলে প্রার্থীদের পক্ষে সুপারিশ করা হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। একরকম বাধ্য হয়ে আবেদন ফরম কিনছেন তাঁরা। অথচ নির্বাচনে অংশ নিতে এই ফরমের প্রয়োজন নেই।

এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, দলীয় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রার্থীদের কাছে আবেদন ফরম বিক্রি করে কিছু টাকা নেওয়া হচ্ছে। তবে এখান থেকে আবেদন ফরম নিতেই হবে—এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। প্রার্থীদের কোনো ধরনের হুমকি-ধমকিও দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত