Ajker Patrika

বগুড়ায় আ. লীগ প্রার্থীকে জেতাতে মাঠে বিএনপি নেতারা  

আরিফুর রহমান মিঠু, শাজাহানপুর (বগুড়া)
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০০: ১৮
বগুড়ায় আ. লীগ প্রার্থীকে জেতাতে মাঠে বিএনপি নেতারা  

আর কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে লড়ছে আওয়ামী লীগ। নির্বাচনে নেই বিএনপি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আছে অনেকে। বগুড়ার শাহজাহানপুরের কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে স্থানীয় বিএনপির নেতারা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মনে হচ্ছে আওয়ামী লীগ- বিএনপি  ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। নৌকা প্রতীক বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আওয়ামী লীগ-বিএনপির নেতারা।   

দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সভা সমাবেশে প্রকাশ্যে নৌকার জন্য ভোট চাইছেন বিএনপি নেতা কর্মীরা। উপজেলার গোহাইল ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন আলী আতোয়ার তালুকদার ফজু। নৌকা বিজয়ী করতে নির্বাচনী প্রচারণা সভা সমাবেশে বক্তব্য রাখছেন গোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মেহের আলম, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ৩ নম্বর সদস্য বর্ষীয়ান নেতা মো. গোলাম ইয়াছিনসহ অনেকে।  

এ বিষয়ে জানতে মেহের আলমের ব্যক্তিগত ফোনে কল দিলে নিজেকে মেহের আলমের কর্মচারী আঙ্গুর মিয়া পরিচয় দিয়ে একজন বলেন, আমি ঢাকায় আছি। মেহের আলমের সঙ্গে কথা বলতে চাইলে ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুর প্রচারণায় যান। 

নৌকা প্রতীকে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া গোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির ৩ নম্বর সদস্য মো. গোলাম ইয়াছিন আজকের পত্রিকাকে জানান, আমি একটি মসজিদ কমিটির দায়িত্বে আছি। কমিটির লোকজন নৌকার পক্ষে ভোট করার জন্য খুব করে ধরেছিল। গোহাইল ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঙ্গে আলোচনা করেই নৌকা প্রতীক প্রার্থীর হয়ে কাজ করছি। 

ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেদ জানান, আলী আতোয়ার তালুকদার ফজু নির্বাচনী প্রচারণায় তাঁর গ্রামে এসেছিলেন। সে সময় তিনি একটি কাগজ স্বাক্ষরের জন্য তাঁর কাছে গিয়েছিলেন।

নৌকার প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠা গোহাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তোতার ব্যবহৃত মোবাইল ফোনে অনেক বার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতবার নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন সাইফুল ইসলাম বিমান। এবার দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন তিনি। তাঁর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাতাব উদ্দিন সন্টু।
 
মাহাতাব উদ্দিন সন্টু আজকের পত্রিকাকে বলেন, আমি আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচন করছি না। এলাকার মানুষ এলাকার স্বার্থে স্বতন্ত্র প্রার্থীর হয়ে নির্বাচন করছি। 

শাজাহানপুর উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতা পরিচয় গোপন রাখার শর্তে আজকের পত্রিকাকে বলেন, এই উপজেলার চোপিনগর, আড়িয়া, মাদলা এবং আমরুল ইউনিয়নে ধানের শিষ প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিরা পরবর্তিতে বিভিন্ন নির্বাচনে প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থীর হয়ে কাজ করে বিজয় নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের বিজয়ী জনপ্রতিনিধিদের প্রকাশ্যে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। এটা নতুন কিছু নয়। তাদের ভ্রাতৃত্বের বন্ধন আসলে জনগণকে বোকা বানিয়ে স্বার্থ হাসিলের কৌশল মাত্র। বিএনপি নির্বাচন না করার ঘোষণা দিলেও বিএনপির সেই জনপ্রতিনিধিরাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা নৌকাকে বিজয়ী করতে পারবে না। কিন্তু ধানের শিষের ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবে নামধারি বিএনপির নেতারা। 

শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচন না করার জন্য কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত দিয়েছে। তাই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না। সেখানে বিএনপির নেতা কর্মী নৌকার হয়ে প্রচারণায় অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। এ রকম ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী জানান, বিএনপির রাজনৈতিক ব্যর্থতা এবং আওয়ামী লীগের উন্নয়নে মুগ্ধ হয়ে বিএনপির কেউ কেউ নৌকার প্রচারণায় অংশ নিতে পারে। তবে বিএনপি-জামায়াতের ভেতরে অন্যকোন পরিকল্পনা থাকতে পারে বলে আমার আশঙ্কা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত