Ajker Patrika

পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জনকে কুপিয়ে জখম, পৌর কাউন্সিলর আটক

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জনকে কুপিয়ে জখম, পৌর কাউন্সিলর আটক

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ও তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধাসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের লোহালিয়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নৌকা প্রার্থীর ছোট ভাই রেজাউল হাসান লাবু তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কাউন্সিলর লাবু তালুকদারকে আটকের পর থানা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ৬ নং ওয়ার্ডের স্থানীয়রা। 

আহত স্বতন্ত্র প্রার্থী জুয়েল মৃধা বলেন, ‘সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা শেষে আমার সমর্থকদের নিয়ে পটুয়াখালীতে যাচ্ছিলাম এ সময় লোহালিয়া খেয়াঘাট এলাকায় নৌকা প্রার্থী কবির তালুকদার ও তার ছোট ভাই লাবু তালুকদারসহ ধাওয়া করে ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায় তারা।’ 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও নৌকা প্রার্থীর ছোট ভাই লাবু তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত