শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, ছুরিকাঘাত ও হাত পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। রোববার উপজেলার বিহার এলাকায় এ ঘটনা ঘটে।
বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিহার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মতিয়ার রহমান মতিন বলেন, রোববার সকাল ১০টার দিকে সাজু ও ইউসুফ নামে আমার দুই সমর্থক বিহার বাজারে পোস্টার সাটাতে গেলে নৌকার সমর্থকেরা তাদের হাত ও মাথায় ছুরিকাঘাত করে। পরে আমার সমর্থকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে নৌকার প্রার্থী মহিদুল নিজে রেজাউল করীম নামের আরেক সমর্থককে মারপিট করে।
মতিন বলেন আরও বলেন, দুপুর ১টার দিকে আমার সমর্থকদের ৭টি বাড়ি ভাঙচুর করে এক সমর্থকের হাত পায়ের রগ কেটে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা এসব হামলায় কোন পদক্ষেপ নেয়নি।
এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মহিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও বিদ্রোহী প্রার্থী মতিয়ার রহমান মতিনের লোকজন আমার দুই সমর্থকের দোকান ভাঙচুর করেছে। এ সময় আবু সাইদ নামের একজন আহত হয়েছে।
মহিদুল আরও বলেন, ঘটনার সময় তিনি জেলা আওয়ামী লীগের প্রোগ্রামে ছিলেন।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বলেন, বিষয়টি জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, ছুরিকাঘাত ও হাত পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। রোববার উপজেলার বিহার এলাকায় এ ঘটনা ঘটে।
বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিহার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মতিয়ার রহমান মতিন বলেন, রোববার সকাল ১০টার দিকে সাজু ও ইউসুফ নামে আমার দুই সমর্থক বিহার বাজারে পোস্টার সাটাতে গেলে নৌকার সমর্থকেরা তাদের হাত ও মাথায় ছুরিকাঘাত করে। পরে আমার সমর্থকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে নৌকার প্রার্থী মহিদুল নিজে রেজাউল করীম নামের আরেক সমর্থককে মারপিট করে।
মতিন বলেন আরও বলেন, দুপুর ১টার দিকে আমার সমর্থকদের ৭টি বাড়ি ভাঙচুর করে এক সমর্থকের হাত পায়ের রগ কেটে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা এসব হামলায় কোন পদক্ষেপ নেয়নি।
এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মহিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও বিদ্রোহী প্রার্থী মতিয়ার রহমান মতিনের লোকজন আমার দুই সমর্থকের দোকান ভাঙচুর করেছে। এ সময় আবু সাইদ নামের একজন আহত হয়েছে।
মহিদুল আরও বলেন, ঘটনার সময় তিনি জেলা আওয়ামী লীগের প্রোগ্রামে ছিলেন।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বলেন, বিষয়টি জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
‘এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে।’
২৫ মিনিট আগেপ্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য, এ বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, সে সময়ের মধ্যেই নির্বাচন হবে।
২৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায় ও দুর্নীতির অভিযোগ এনে কমিটি দুটির ১৬ নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার রাত ৮টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের অভিযোগ, কমিটির কয়েকজন
৩১ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসে সিলেটি সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্মিলিতভাবে
৩৪ মিনিট আগে