Ajker Patrika

নৌকা পেলেন জামাতা বিদ্রোহী দুই শ্বশুর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২: ১৪
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জহুরুল ইসলাম। তিনি স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুলের বড় ভাইয়ের জামাতা। কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়ে প্রচারে নেমেছেন সাংসদের অপর দুই ভাই।

আগামী ২৮ নভেম্বর ফগুয়াড়দিয়াড় ইউপির নির্বাচন। গত শুক্রবার আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। মনোনয়ন পেয়েছেন সাংসদের বড় ভাই শরিফুল ইসলামের জামাতা জহুরুল ইসলাম। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সাইলকোনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

তবে এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলেছেন সাংসদের ছোট দুই ভাই সাইদুল ইসলাম ওরফে মুকুল ও জহুরুল ইসলাম ওরফে জাহেদুল। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, কিন্তু কারও দলীয় পদ নেই।

দলীয় সূত্র জানিয়েছেন, বাগাতিপাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের বর্তমান সাংসদ শহিদুল ইসলাম বকুল এবং সাবেক সাংসদ আবুল কালাম আজাদ— এই দুই ভাগে বিভক্ত।

এ বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি ছোটবেলা থেকেই রাজনৈতিক সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এলাকার জনগণ তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। সে জন্য তিনি এ বছর ঠিক করেছেন ইউপি চেয়ারম্যান নির্বাচন করবেন। তাই উপজেলা নির্বাচন অফিস থেকে ইতিমধ্যে নির্বাচনী ফরম তুলেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তা জমাও দেবেন।

সাংসদের আরেক ভাই জহুরুল ইসলাম ওরফে জাহেদুল বলেন, ‘দীর্ঘদিন থেকে জনগণকে কথা দিয়ে আসছি নির্বাচন করব। তাই এখন আর কোনোভাবেই পিছপা হওয়ার সুযোগ নেই। মনোনয়ন ফরম উপজেলা নির্বাচন অফিসে জমাও দিয়েছি।’

দুই শ্বশুর নির্বাচনী লড়াইয়ে নামার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, ‘দলীয়ভাবে মনোনয়ন পেয়েছি এবং নৌকা প্রতীকে নির্বাচনের জন্য উপজেলা নির্বাচন অফিস থেকে ফরমও তুলেছি। তাঁরা নৌকার মনোনয়ন চাননি। এখন শুনছি উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী ফরম তুলেছেন।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, গত সংসদ নির্বাচনে শহিদুল ইসলাম বকুলকে দল থেকে মনোনয়ন দেওয়া হলে সবাই মিলে তাঁকে জেতানো হয়েছে। কিন্তু কিছুদিন পর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দল থেকে উপজেলার সাধারণ সম্পাদক সেকেন্দার রহমানকে মনোনয়ন দিলে এমপি তাঁর আপন ভাইকে নৌকার বিরুদ্ধে ভোট করিয়ে জিতিয়েছেন। এখন আবার ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এমপি তাঁর দুই ভাইকে নামিয়েছেন। এমপির এমন কর্মকাণ্ডে দল বিব্রত।

তবে সাংসদ শহিদুল ইসলাম বলেন, তিনি ঢাকায় আছেন। বিষয়টি নিয়ে ভাইদের সঙ্গে এখনো কথা হয়নি। তাঁরা যদি মনোনয়ন তুলেও থাকেন তাহলে তিনি বাড়ি ফিরে তাঁদের বুঝিয়ে তুলে নেওয়ার ব্যবস্থা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত