ফুলপুরে বড়দের ভোটে ছোটদের ব্যবহার
এক শিশুর কাছে মই, আরেক শিশুর কাছে সুতা ও আঠা। আর অপর শিশু বহন করছে পোস্টার। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তারা প্রচারের কাজ করছে। তিন শিশুই স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ছাত্র। তারা রাস্তার দুপাশে বিভিন্ন দেয়ালে, গাছে বা সুতায় পোস্টার ঝুলিয়ে ও সাঁটিয়ে যাচ্ছে। তবে শখের বশেই এমন কাজ করছে বলে জানায় তারা।