Ajker Patrika

স্বতন্ত্রের পোস্টার লাগালে হাত-পা বিচ্ছিন্নের হুমকি

নওগাঁ ও নিয়ামতপুর প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮: ৫৬
স্বতন্ত্রের পোস্টার লাগালে হাত-পা বিচ্ছিন্নের হুমকি

নওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার যারা সাঁটাবে, তাদের হাত-পা কেটে নেওয়ার, ভোটের মাঠ ছেড়ে দেওয়ার হুমকিসহ ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে।

গতকাল শনিবার নিয়ামতপুর প্রেসক্লাবে ভাবিচা ইউপির আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসার পর থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ওবায়দুল হকসহ তাঁর কর্মী-সমর্থকেরা তাঁকে এবং তাঁর কর্মীদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

মো. শরিফুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দের আগে গত ২৫ অক্টোবর মারধর ও তাঁর দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন নৌকা প্রতীকে প্রার্থীর লোকজন। এ ছাড়া প্রতীক বরাদ্দের পর প্রচারের প্রথম দিনেই উপজেলার কয়েস স্কুলমাঠে পোস্টার সাঁটাতে গেলে তাঁর কর্মী-সমর্থকদের মারধর ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে পোস্টার ছিঁড়ে ফেলেন তাঁরা। এ ছাড়া তাঁর কর্মীদের হুমকি দিয়ে নৌকার প্রার্থী বলেছেন, ‘আনারস প্রতীকের পোস্টার যারা লাগাবে, তাদের হাত-পা কেটে দেওয়া হবে।’

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মৌখিক অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো আমার অভিযোগের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

নৌকা প্রতীকের প্রার্থী ওবায়দুল হক বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি বা আমার কর্মী-সমর্থকেরা শরিফুলকে কোনো হুমকি দেয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সে নির্বাচনে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।’

এ ব্যাপারে নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, ভাবিচা ইউপি থেকে একটি মৌখিক অভিযোগ পেয়েছেন তিনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত