Ajker Patrika

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন তিন ভাই

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৫: ২৬
ইউপি নির্বাচনে চেয়ারম্যান   পদে লড়বেন তিন ভাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরফকিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে তিন ভাই চেয়ারম্যান পদে লড়বেন। এ নিয়ে ইউনিয়নজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি এ নির্বাচন হবে।

চেয়ারম্যান প্রার্থী ৩ ভাই হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, জায়দল হক কচি ও আশ্রাফ হোসেন রবেন্স। এর মধ্যে জামাল উদ্দিন লিটন ও আশ্রাফ হোসেন রবেন্স পরস্পর চাচাতো ভাই। আবার ভাই সলিম উল্যাহ টেলুর আপন মামাতো ভাই হলেন জায়দল হক কচি।

বর্তমান ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জয়দল হক কচি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আশ্রাফ হোসেন রবেন্স চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

জানা গেছে, জামাল উদ্দিন লিটন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী এবং তাঁর মনোনীত প্রার্থী। জায়দল হক কছি, আশ্রাফ হোসেন রবেন্স উপজেলা আওয়ামী লীগ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী। এদের মধ্যে জায়দল হক কচি উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

একটি বিদ্যালয়ের শিক্ষক ও ভোটার মহিউদ্দিন জাহাঙ্গীর এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, দলীয় বিভাজনের কারণে বিদ্যমান দুই গ্রুপ সমর্থিত প্রার্থী দেওয়ায় একই দলের অন্যরাও প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছে। এতে প্রকৃত অর্থে আওয়ামী বলয়ের ভোট কয়েক ভাগে বিভাজিত হচ্ছে।

একই দল ও পরিবারের চারজন চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রসঙ্গে জায়দল হক কচি বলেন, নৌকা প্রতীকের বিপরীতে প্রার্থিতা উন্মুক্ত থাকায় শুধু চরফকিরা ইউপিতে নয়, উপজেলার অন্য ৭টি ইউপিতেও আওয়ামী লীগের দলীয় মনোনয়নের বাইরেও একাধিক প্রার্থী হয়েছেন। নির্বাচনী ফলাফলে প্রমাণিত হবে, আওয়ামী লীগের এসব নেতার মধ্যে জনগণের কাছে কে কতটা জনপ্রিয়।

উল্লেখ্য, তাঁদের চাচাতে ভাই সলিম উল্যাহ টেলুও চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ব্যাংকের ঋণ খেলাপির দায়ে তাঁর মনোনয়নপত্র গতকাল বাতিল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত