Ajker Patrika

পুনর্নির্বাচনের দাবি পরাজিত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১: ২৫
পুনর্নির্বাচনের দাবি পরাজিত প্রার্থীর

ভোট জালিয়াতির অভিযোগ তুলে চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর সহদেবপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী আবদুস সামাদ আজাদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করে তিনি এমন দাবি জানান।

লিখিত বক্তব্যে আবদুস সালাম আজাদ বলেন, গত ৫ জানুয়ারি ৫ নম্বর সহদেবপুর (পশ্চিম) ইউপিতে মোট ১০টি কেন্দ্রের মধ্যে ৬ টিতেই জাল ভোট প্রদান, আনারস মার্কার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট গ্রহণসহ ব্যাপক অনিয়ম হয়।

আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রিসাইডিং কর্মকর্তা আনারসের প্রাপ্ত মোট ভোট ৪৮০ এর পরিবর্তে ৪৩০ বসান; যাতে ৫০ ভোট কমানো হয়। কিন্তু রেজাল্ট শিট কাটাকাটি করে সংশোধনকৃত জায়গায় প্রিসাইডিং কর্মকর্তা স্বাক্ষর করেননি। সবগুলো কেন্দ্রেই একই রকম জালিয়াতি করা হয়।

তাঁর অভিযোগ, নির্বাচনের ফলাফলে দেখানো হয়, নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৯১৫ ভোট আর আনারস প্রতীক পেয়েছে ৫ হাজার ৮৭১ ভোট। অথচ এক কেন্দ্রের ফলেই রেজাল্ট সিট কেটে ৫০ ভোট কমানো হয়। প্রকৃতপক্ষে আনারস পেয়েছে ৫ হাজার ৯২১ ভোট আর নৌকা প্রতীক পেয়েছিল ৫ হাজার ৮৬৫ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত