Ajker Patrika

প্রচারে ভুভুজেলা বন্ধের আবেদন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮: ৪৩
প্রচারে ভুভুজেলা বন্ধের আবেদন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে প্রার্থীদের পথসভা ও মিছিলে এক ধরনের বাঁশির (ভুভুজেলা) ব্যবহার করেছেন সমর্থকেরা। ভুভুজেলার বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ লোকজন।

এর প্রতিকারের জন্য নির্বাচনী প্রচারে ভুভুজেলার ব্যবহার বন্ধের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন জাহিদ হাসান মুক্তার নামের এক ব্যক্তি। যিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সংবাদকর্মী। গত মঙ্গলবার জনস্বার্থে তিনি এ আবেদনটি করেন। এদিকে উপজেলা প্রশাসন বলছে, নির্বাচনী আচরণবিধিতে ভুভুজেলা ব্যবহারের ব্যাপারে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। তবে ভুভুজেলার শব্দ কর্কশ। তাই নির্বাচনী প্রচারণায় ভুভুজেলা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে প্রার্থীদের। পাকুন্দিয়ায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

লিখিত আবেদনে সূত্রে জানা গেছে, উপজেলায় ইউপি নির্বাচন উপলক্ষে সব প্রার্থীর মিছিল মিটিংয়ে ভুভুজেলার ব্যবহার হচ্ছে। এ কারণে শব্দ দূষণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘আচরণবিধিতে বাঁশি ব্যবহারের ব্যাপারে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। প্রার্থীদের নিষেধ করেছি প্রচারণায় ভুভুজেলা ব্যবহার না করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত