Ajker Patrika

৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১: ৩২
৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

পীরগঞ্জ উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে তিন চেয়ারম্যান এবং এক সদস্য প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ছিল এই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বড়আলমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে বর্তমান চেয়ারম্যান হাফিজার রহমানও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তিনি উপজেলা কৃষক লীগের নেতা। তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই ইউনিয়নে একজন সদস্য প্রার্থীও নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।

অপরদিকে মিঠিপুর ইউপির ১০ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আমিরুল ইসলাম ও শাহ তাজুল ইসলাম শামীম মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

দুই ইউপি নির্বাচনের জন্য আজ শুক্রবার চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বড়আলমপুর ইউপির চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, ‘আমি প্রায় ২০ বছর বড়আলমপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ছিলাম। পাশাপাশি উপজেলা কৃষক লীগের রাজনীতি করায় আমি দলের প্রতি সম্মান প্রদর্শন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি। আমি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোদাব্বেরুল ইসলাম সাজুর জন্য নির্বাচনে কাজ করব।’

উল্লেখ, দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত