সেমিফাইনালে আজ অ্যাশেজের উত্তাপ
ক্রীড়াঙ্গনে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বৈরথ যেমন উত্তেজনাপূর্ণ, তেমন উপভোগ্যও। যার কারণে আর দশটা দ্বিপক্ষীয় টেস্ট সিরিজের চেয়ে উত্তেজনা কিংবা আকর্ষণে ঢের এগিয়ে অ্যাশেজ। এ বছরের অ্যাশেজ তো ছিল আরও আকর্ষণীয়। অজিবল বনাম বাজবলের লড়াইয়ের সিরিজটি ড্র হয়েছে ২-২-এ। এই সিরিজের পরতে পরতে ছিল উত্তেজনা। লর্ডসে জ