ক্রীড়া ডেস্ক
কোচ হিসেবে দুই ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি পেপ গার্দিওলা গড়েছেন দুই মাস আগে। গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি তখন পেয়েছিল প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। তবে গার্দিওলা থামতে চান না এখানেই। তাঁর চাওয়া ম্যান সিটির ক্যাবিনেট শিরোপায় পরিপূর্ণ হোক।
চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ—দুই টুর্নামেন্টের শিরোপাজয়ী দল দুটি নতুন মৌসুমের উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়। কারাইসকাকিসে গতকাল সুপার কাপে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল সেভিয়া। ২৫ মিনিটে ইউসেফ এন-নাসরির গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর ৬৩ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান কোল পার্মার। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে প্রথম শট নেয় ম্যান সিটি ও আর্লিং হালান্ড সেই শটে গোল করেন। সিটির হয়ে এরপর গোল করেন হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। অন্যদিকে সেভিয়া প্রথম চার শটের সবকটিই গোল করলেও পঞ্চম শটে আর গোল হয়নি। নেমানজা গুডেলজের শট গোলবারে আটকে গেলে নিশ্চিত হয় ম্যান সিটির প্রথম সুপার কাপ শিরোপা।
প্রথম সুপার কাপ জয়ের পর উচ্ছ্বাস দেখা যায় ম্যান সিটির ডাগআউটে। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে গ্রিলিশ বলেন, ‘কোচ আমাদের পরিষ্কার করে বলেছিলেন যে ম্যান সিটির হাতে তিনি এই ট্রফির শিরোপা দেখতে কতটা আগ্রহী। ক্লাব অনেক সফলতা পেয়েছে। এই শিরোপার জন্য আমরা অপেক্ষা করছিলাম যেহেতু আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’
২০১৬ সালে ম্যান সিটির কোচের দায়িত্ব নিয়েছেন গার্দিওলা। তাঁর অধীনে সর্বশেষ ছয় মৌসুমের পাঁচ মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। আর ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ-প্রথমবার ট্রেবল জেতে সিটিজেনরা।
কোচ হিসেবে দুই ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি পেপ গার্দিওলা গড়েছেন দুই মাস আগে। গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি তখন পেয়েছিল প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। তবে গার্দিওলা থামতে চান না এখানেই। তাঁর চাওয়া ম্যান সিটির ক্যাবিনেট শিরোপায় পরিপূর্ণ হোক।
চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ—দুই টুর্নামেন্টের শিরোপাজয়ী দল দুটি নতুন মৌসুমের উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়। কারাইসকাকিসে গতকাল সুপার কাপে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল সেভিয়া। ২৫ মিনিটে ইউসেফ এন-নাসরির গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর ৬৩ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান কোল পার্মার। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে প্রথম শট নেয় ম্যান সিটি ও আর্লিং হালান্ড সেই শটে গোল করেন। সিটির হয়ে এরপর গোল করেন হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। অন্যদিকে সেভিয়া প্রথম চার শটের সবকটিই গোল করলেও পঞ্চম শটে আর গোল হয়নি। নেমানজা গুডেলজের শট গোলবারে আটকে গেলে নিশ্চিত হয় ম্যান সিটির প্রথম সুপার কাপ শিরোপা।
প্রথম সুপার কাপ জয়ের পর উচ্ছ্বাস দেখা যায় ম্যান সিটির ডাগআউটে। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে গ্রিলিশ বলেন, ‘কোচ আমাদের পরিষ্কার করে বলেছিলেন যে ম্যান সিটির হাতে তিনি এই ট্রফির শিরোপা দেখতে কতটা আগ্রহী। ক্লাব অনেক সফলতা পেয়েছে। এই শিরোপার জন্য আমরা অপেক্ষা করছিলাম যেহেতু আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’
২০১৬ সালে ম্যান সিটির কোচের দায়িত্ব নিয়েছেন গার্দিওলা। তাঁর অধীনে সর্বশেষ ছয় মৌসুমের পাঁচ মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। আর ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ-প্রথমবার ট্রেবল জেতে সিটিজেনরা।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৭ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৯ ঘণ্টা আগে