Ajker Patrika

সুপার কাপ জিততে ‘ক্ষুধার্ত’ ছিলেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৪: ১০
সুপার কাপ জিততে ‘ক্ষুধার্ত’ ছিলেন গার্দিওলা

কোচ হিসেবে দুই ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি পেপ গার্দিওলা গড়েছেন দুই মাস আগে। গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি তখন পেয়েছিল প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। তবে গার্দিওলা থামতে চান না এখানেই। তাঁর চাওয়া ম্যান সিটির ক্যাবিনেট শিরোপায় পরিপূর্ণ হোক। 

চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ—দুই টুর্নামেন্টের শিরোপাজয়ী দল দুটি নতুন মৌসুমের উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়। কারাইসকাকিসে গতকাল সুপার কাপে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল সেভিয়া। ২৫ মিনিটে ইউসেফ এন-নাসরির গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর ৬৩ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান কোল পার্মার। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে প্রথম শট নেয় ম্যান সিটি ও আর্লিং হালান্ড সেই শটে গোল করেন। সিটির হয়ে এরপর গোল করেন হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। অন্যদিকে সেভিয়া প্রথম চার শটের সবকটিই গোল করলেও পঞ্চম শটে আর গোল হয়নি। নেমানজা গুডেলজের শট গোলবারে আটকে গেলে নিশ্চিত হয় ম্যান সিটির প্রথম সুপার কাপ শিরোপা। 

প্রথম সুপার কাপ জয়ের পর উচ্ছ্বাস দেখা যায় ম্যান সিটির ডাগআউটে। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে গ্রিলিশ বলেন, ‘কোচ আমাদের পরিষ্কার করে বলেছিলেন যে ম্যান সিটির হাতে তিনি এই ট্রফির শিরোপা দেখতে কতটা আগ্রহী। ক্লাব অনেক সফলতা পেয়েছে। এই শিরোপার জন্য আমরা অপেক্ষা করছিলাম যেহেতু আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’ 

২০১৬ সালে ম্যান সিটির কোচের দায়িত্ব নিয়েছেন গার্দিওলা। তাঁর অধীনে সর্বশেষ ছয় মৌসুমের পাঁচ মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। আর ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ-প্রথমবার ট্রেবল জেতে সিটিজেনরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত