টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে এসে যেন ঘোড়ার মতো ছুটছেন হ্যারি কেইন। মাঠে নামলে গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। গোলের বন্যায় রেকর্ড গড়ে ফেলেছেন ইংলিশ এই স্ট্রাইকার।
রেইন এনার্জি স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগায় কোলনকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ২০ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন কেইন। যে গোলটা ইংলিশ এই স্ট্রাইকারের না হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কোলন গোলরক্ষককে ফাঁকি দিয়ে শট করেছিলেন এরিক ম্যাক্সিম ছুপো মোটিং। কোলন ডিফেন্ডার হুলিয়ান শ্যাবট সেই বল জালে জড়ানোর আগেই তা প্রতিহত করেছেন। এরপর ফিরতি শটে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন কেইন।
কোলনের বিপক্ষে গোল করে বেশ কিছু রেকর্ড গড়েছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে ১২ ম্যাচে করেছেন ১৮ গোল, যা বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল। এর আগে এই ২০২০-২১ মৌসুমে বায়ার্নের হয়ে প্রথম ১২ ম্যাচে রবার্ট লেভানডফস্কি করেন ১৫ গোল। একই সঙ্গে বুন্দেসলিগার কোনো নির্দিষ্ট মৌসুমে ইংল্যান্ডের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হলেন কেইন। এর আগে ২০১৯-২০ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৭ গোল করেন জ্যাডন সানচো। সানচোর সঙ্গে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় কেভিন কিগান। ১৯৭৮-৭৯ মৌসুমে হামবার্গার এফসির হয়ে ১৭ গোল করেন কিগান।
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০২০-২১; ১৫ গোল; রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ)
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে ইংলিশ ফুটবলারদের সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০১৯-২০; ১৭ গোল; জ্যাডন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড)
১৯৭৮-৭৯; ১৭ গোল; কেভিন কিগান (হামবার্গার এফসি)
টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে এসে যেন ঘোড়ার মতো ছুটছেন হ্যারি কেইন। মাঠে নামলে গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। গোলের বন্যায় রেকর্ড গড়ে ফেলেছেন ইংলিশ এই স্ট্রাইকার।
রেইন এনার্জি স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগায় কোলনকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ২০ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন কেইন। যে গোলটা ইংলিশ এই স্ট্রাইকারের না হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কোলন গোলরক্ষককে ফাঁকি দিয়ে শট করেছিলেন এরিক ম্যাক্সিম ছুপো মোটিং। কোলন ডিফেন্ডার হুলিয়ান শ্যাবট সেই বল জালে জড়ানোর আগেই তা প্রতিহত করেছেন। এরপর ফিরতি শটে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন কেইন।
কোলনের বিপক্ষে গোল করে বেশ কিছু রেকর্ড গড়েছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে ১২ ম্যাচে করেছেন ১৮ গোল, যা বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল। এর আগে এই ২০২০-২১ মৌসুমে বায়ার্নের হয়ে প্রথম ১২ ম্যাচে রবার্ট লেভানডফস্কি করেন ১৫ গোল। একই সঙ্গে বুন্দেসলিগার কোনো নির্দিষ্ট মৌসুমে ইংল্যান্ডের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হলেন কেইন। এর আগে ২০১৯-২০ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৭ গোল করেন জ্যাডন সানচো। সানচোর সঙ্গে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় কেভিন কিগান। ১৯৭৮-৭৯ মৌসুমে হামবার্গার এফসির হয়ে ১৭ গোল করেন কিগান।
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০২০-২১; ১৫ গোল; রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ)
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে ইংলিশ ফুটবলারদের সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০১৯-২০; ১৭ গোল; জ্যাডন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড)
১৯৭৮-৭৯; ১৭ গোল; কেভিন কিগান (হামবার্গার এফসি)
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
১২ মিনিট আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৩ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩ ঘণ্টা আগে