ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটিতে এসে শিরোপা, পুরস্কার পাওয়া দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সে উয়েফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন তিনি। এমন পুরস্কার পাওয়া তাঁর স্বপ্ন ছিল বলে জানিয়েছেন হালান্ড।
এবারই প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন হালান্ড। প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর ম্যানচেস্টার সিটি সতীর্থ বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। তাঁদের হারিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতলেন হালান্ড। ৩৫২ পয়েন্ট পেয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ পয়েন্ট মেসির আর ২২৫ পয়েন্ট পেয়েছেন ডি ব্রুইনা, যেখানে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই ক্লাবকে প্রথমবার ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ) জিতিয়েছেন হালান্ড। এ বছর উয়েফা সুপার কাপও জিতেছেন তিনি। আর ইউরোপীয় গোল্ডেন সু, প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কারও জিতেছেন হালান্ড।
উয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের পর বেশ উচ্ছ্বসিত হালান্ড। এমন পুরস্কার জেতার স্বপ্ন তাঁর ছোটবেলা থেকেই ছিল। গতকাল সংবাদ সম্মেলনে ম্যান সিটির এই স্ট্রাইকার বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। যখন ছোট ছিলাম, তখন তা আমার স্বপ্ন ছিল। আরও শিরোপা জিততে এটা আমাকে উৎসাহ দেয়। চ্যাম্পিয়নস লিগ জেতার পর আমার ও আমার দলের প্রতি অনেকেরই আশা বেড়েছে। নতুন মৌসুমে ভালো করতে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’
ম্যান সিটিতে এসে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ৫৫ গোল করেছেন হালান্ড। ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গত মৌসুমে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলে ভেঙে দেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের রেকর্ড। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন হালান্ড।
ম্যানচেস্টার সিটিতে এসে শিরোপা, পুরস্কার পাওয়া দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সে উয়েফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন তিনি। এমন পুরস্কার পাওয়া তাঁর স্বপ্ন ছিল বলে জানিয়েছেন হালান্ড।
এবারই প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন হালান্ড। প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর ম্যানচেস্টার সিটি সতীর্থ বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। তাঁদের হারিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতলেন হালান্ড। ৩৫২ পয়েন্ট পেয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ পয়েন্ট মেসির আর ২২৫ পয়েন্ট পেয়েছেন ডি ব্রুইনা, যেখানে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই ক্লাবকে প্রথমবার ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ) জিতিয়েছেন হালান্ড। এ বছর উয়েফা সুপার কাপও জিতেছেন তিনি। আর ইউরোপীয় গোল্ডেন সু, প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কারও জিতেছেন হালান্ড।
উয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের পর বেশ উচ্ছ্বসিত হালান্ড। এমন পুরস্কার জেতার স্বপ্ন তাঁর ছোটবেলা থেকেই ছিল। গতকাল সংবাদ সম্মেলনে ম্যান সিটির এই স্ট্রাইকার বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। যখন ছোট ছিলাম, তখন তা আমার স্বপ্ন ছিল। আরও শিরোপা জিততে এটা আমাকে উৎসাহ দেয়। চ্যাম্পিয়নস লিগ জেতার পর আমার ও আমার দলের প্রতি অনেকেরই আশা বেড়েছে। নতুন মৌসুমে ভালো করতে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’
ম্যান সিটিতে এসে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ৫৫ গোল করেছেন হালান্ড। ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গত মৌসুমে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলে ভেঙে দেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের রেকর্ড। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন হালান্ড।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৪ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৭ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৯ ঘণ্টা আগে