Ajker Patrika

লুটনকে ‘লুটেপুটে’ প্রথম জয় চেলসির 

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৩: ৪১
লুটনকে ‘লুটেপুটে’ প্রথম জয় চেলসির 

গত মৌসুমের মতো এবারও প্রিমিয়ার লিগে হতাশাজনক শুরু করেছিল চেলসি। প্রথম দুই ম্যাচের কোনোটিতেই তারা জিততে পারেনি। গতকাল লুটন টাউনকে উড়িয়ে মৌসুমের প্রথম জয় পেয়েছে চেলসি। চেলসির বড় জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রাহিম স্টার্লিং। 

স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল খুব দ্রুতই এগিয়ে যায় চেলসি। ১৭ মিনিটে মালো গুস্তোর অ্যাসিস্টে গোল করেন স্টার্লিং। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে চেলসি। দ্বিতীয়ার্ধে গোল করার চেষ্টা করলেও সহজে গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৬৮ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ব্লুজরা। এবারও গোলটি করেন স্টার্লিং। অ্যাসিস্ট করেছেন গুস্তো। এরপর ৭৫ মিনিটে গোল করেন নিকোলাস জ্যাকসন। যা প্রিমিয়ার লিগে তাঁর প্রথম গোল। শেষ পর্যন্ত লুটন টাউনের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে চেলসি। 

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে চেলসি। ১টি করে ম্যাচ জিতেছে, ড্র করেছে ও হেরেছে ব্লুজরা। ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে ব্রাইটন, ম্যানচেস্টার সিটি দুই দলই। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ব্রাইটন। টুর্নামেন্টে ৮ গোলের বিপরীতে হজম করেছে ২ গোল। আর সিটি ৪ গোল করে এখন পর্যন্ত গোল হজম করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত