শেফিল্ড ইউনাইটেডের কাছে যেন গতকাল ব্যাপারটা ছিল ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।’ নিয়মিত বিরতিতে একের পর এক গোল করে যাচ্ছিল নিউক্যাসল। গোলবন্যার ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড।
ব্রামাল লেনে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল নিউক্যাসল-শেফিল্ড ইউনাইটেড। শেফিল্ডকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের অ্যাওয়ে ম্যাচে এটা সবচেয়ে বড় জয়। গত ২৪ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের এটাই সবচেয়ে বড় জয়। ১৯৯৯-এর সেপ্টেম্বরে শেফিল্ড ওয়েডনেজডেকে ৮-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল। নিউক্যাসলের হয়ে সেবার ৫ গোল করেন অ্যালান শিয়ারার। আর নিজেদের সবচেয়ে বড় জয় ম্যাগপাইরা পেয়েছিল ১৯৪৬ সালে। নিউপোর্ট কাউন্টিকে এফএ কাপে ১৩-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল।
৮-০ গোলের জয়ে নিউক্যাসলের কেউ হ্যাটট্রিক তো দূরে থাক, জোড়া গোলও করেননি। আটজন ভিন্ন ফুটবলার আটটি গোল করেছেন। যার শুরুটা ২১ মিনিটে করেন নিউক্যাসল মিডফিল্ডার শন লংস্টাফ। এরপর ৩১,৩৫, ৫৬,৬১, ৬৮,৭৩, ৮৭ মিনিটে গোল করেন ড্যান বার্ন, ভেন বটম্যান, কালাম উইলসন, অ্যান্থনি গর্ডন, মিগুয়েল আলমিরন, ব্রুনো গুইমারেজ, আলেক্সান্ডার ইসাক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে কোনো নির্দিষ্ট দলের আট ফুটবলার গোল করেছেন।
গত ৯০ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে এবারই প্রথম ৮ বা তার বেশি গোল হজম করল শেফিল্ড। এর আগে ১৯৩৩ এর নভেম্বরে শেফিল্ডকে ১০-৩ গোলে উড়িয়ে দিয়েছিল মিডলসবোরো।
শেফিল্ড ইউনাইটেডের কাছে যেন গতকাল ব্যাপারটা ছিল ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।’ নিয়মিত বিরতিতে একের পর এক গোল করে যাচ্ছিল নিউক্যাসল। গোলবন্যার ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড।
ব্রামাল লেনে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল নিউক্যাসল-শেফিল্ড ইউনাইটেড। শেফিল্ডকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের অ্যাওয়ে ম্যাচে এটা সবচেয়ে বড় জয়। গত ২৪ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের এটাই সবচেয়ে বড় জয়। ১৯৯৯-এর সেপ্টেম্বরে শেফিল্ড ওয়েডনেজডেকে ৮-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল। নিউক্যাসলের হয়ে সেবার ৫ গোল করেন অ্যালান শিয়ারার। আর নিজেদের সবচেয়ে বড় জয় ম্যাগপাইরা পেয়েছিল ১৯৪৬ সালে। নিউপোর্ট কাউন্টিকে এফএ কাপে ১৩-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল।
৮-০ গোলের জয়ে নিউক্যাসলের কেউ হ্যাটট্রিক তো দূরে থাক, জোড়া গোলও করেননি। আটজন ভিন্ন ফুটবলার আটটি গোল করেছেন। যার শুরুটা ২১ মিনিটে করেন নিউক্যাসল মিডফিল্ডার শন লংস্টাফ। এরপর ৩১,৩৫, ৫৬,৬১, ৬৮,৭৩, ৮৭ মিনিটে গোল করেন ড্যান বার্ন, ভেন বটম্যান, কালাম উইলসন, অ্যান্থনি গর্ডন, মিগুয়েল আলমিরন, ব্রুনো গুইমারেজ, আলেক্সান্ডার ইসাক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে কোনো নির্দিষ্ট দলের আট ফুটবলার গোল করেছেন।
গত ৯০ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে এবারই প্রথম ৮ বা তার বেশি গোল হজম করল শেফিল্ড। এর আগে ১৯৩৩ এর নভেম্বরে শেফিল্ডকে ১০-৩ গোলে উড়িয়ে দিয়েছিল মিডলসবোরো।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
২ মিনিট আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
২ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩ ঘণ্টা আগে