Ajker Patrika

ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ডের ‘সর্বকনিষ্ঠ’ খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৫: ৩১
ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ডের ‘সর্বকনিষ্ঠ’ খেলোয়াড়

থিও ওয়ালকটের দুরন্ত গতি নিয়ে কোচ পেপ গার্দিওলার মন্তব্য ছিল এমন—তাকে থামাতে পিস্তলের প্রয়োজন রয়েছে। তবে এখন আর সেই পিস্তলের প্রয়োজন পড়ছে না। আজ নিজেই থামিয়ে দিলেন দীর্ঘ ১৮ বছরের পেশাদার ক্যারিয়ারের পথচলা।

আজ সামাজিক মাধ্যমে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ওয়ালকট। ফুটবলে অবিশ্বাস্য মুহূর্ত কাটানোর জন্য গর্ববোধ করেন তিনি। ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড লিখেছেন, ‘১০ বছর বয়সে যখন প্রথম ফুটবল বুট পায়ে দিই, সেই দিনটি ছিল আমার জন্য বিশেষ এক যাত্রার সূচনা। বন্ধুদের সঙ্গে পার্কে শুরু করে বড় স্টেডিয়ামে পারফর্ম করা, সারা বিশ্বের বিশাল জনতার সামনে। এত দিন ধরে আমার প্রতি দেখানো সমর্থন ছিল কল্পনাতীত। আমি সত্যিই কৃতজ্ঞ। অনেক দুর্দান্ত খেলোয়াড়ের সঙ্গে মাঠ শেয়ার করেছি এবং অনেক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করেছি।’

মুহূর্তগুলো উপহারের সুযোগ দেওয়ার জন্য কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ওয়ালকট। তিনি বলেছেন, ‘অশেষ ধন্যবাদ জানাতে চাই যেসব ম্যানেজার ও কোচের সঙ্গে কাজ করেছি। বিশেষ করে হ্যারি রেডকন্যাপ আমাকে শুরুর সময় দেওয়ার জন্য। ১৬ বছর বয়সে যখন আর্সেনালে যোগ দিই, তখন আমার ওপর বিশ্বাস রাখা এবং সমর্থনের জন্য আর্সেন ওয়েঙ্গারকেও।’

কৈশোর পেরোনোর আগেই ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল থিও ওয়ালকটের। ২০০৬ সালে হাঙ্গেরির বিপক্ষে ১৭ বছর ৭৫ দিন বয়সে অভিষেক হলে থ্রি লায়নসদের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন তিনি। সেই রেকর্ড এখনো তাঁর দখলে রয়েছে। এ ছাড়া কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডও তাঁর দখলে। ১৯ বছর বয়সে ক্রোয়েশিয়ার বিপক্ষে এই রেকর্ড করেছিলেন তিনি। দেশের হয়ে ৪৭ ম্যাচে ৮ গোল করেছেন। আর ক্লাব ক্যারিয়ারের ৫৬৩ ম্যাচের অধিকাংশ সময় আর্সেনালের হয়ে খেলেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। গোল করেছেন ১২৯টি। ক্যারিয়ারে সোনালি সময়টাও কাটিয়েছেন গানারদের হয়ে। অবসর নিয়েছেন পেশাদার ক্যারিয়ারের প্রথম ক্লাব সাউদাম্পটনের হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত