এটা ইয়ার্কি নয়!
আনুশকা শর্মা সোশ্যাল মিডিয়ায় যা-ই করেন, ভাইরাল হতে সময় লাগে না। কখনো মেয়ে ভামিকার সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি, কখনো বিরাট-আনুশকার রোমান্টিক মুহূর্ত—ফেসবুক, ইনস্টাগ্রামে প্রতিদিনই কিছু না কিছু আপডেট দিতে থাকেন অভিনেত্রী। ভক্তরা হাজারো লাইক, কমেন্ট, শেয়ারে সেসব পোস্ট ভরিয়ে তোলেন।